রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতি আশা রানী রায়ের মৃত্যুর ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পরে পিবিআই তদন্তে নেমেছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে দিনাজপুর পিবিআইয়ের এডিশনাল ডিআইজি মো. মাহফুজ জামান আশরাফ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল শাওন কুমার সরকার, অফিসার ইনচার্জ আব্দুল গফুর ও পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ।
এর আগে একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর মারা যান ১৯ বছরের আশা রানী। এ ঘটনায় সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ।
আরও পড়ুনঃ জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে, তারা শহীদ পরিবারকে ভুলে গেছে
এদিকে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ক্লিনিকের কার্যক্রম ও অনুমোদন সংক্রান্ত জটিলতা উঠে এসেছে বলে জানা গেছে। তিনি আরও বলেন, ইয়াসমিন ইসলাম একজন এফসিপিএস দ্বিতীয় পর্বে অধ্যয়নরত চিকিৎসক।
তার অভিজ্ঞতার ঘাটতির কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে। একজন অভিজ্ঞ গাইনি সার্জনের উপস্থিতি ছাড়া অপারেশন করা নিয়মবহির্ভূত এবং রোগীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ।
ক্লিনিক কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি তদন্তে উঠে এলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিআইজি আশ্বস্ত করেন, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.