ডেস্ক রিপোর্টঃ
সবকিছু মোটামুটি আগে থেকেই ঠিকঠাক ছিল। প্রথমে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে কাউন্সিলর মনোনীত হওয়ার পর আজ শুক্রবার বিকেলে আমিনুল ইসলাম বুলবুল হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক। তার কিছুক্ষণ পরই তাকে বোর্ড সভাপতি নির্বাচিত করেন বিসিবির পরিচালকরা।
ইতিহাসের ১৮তম বিসিবি প্রেসিডেন্ট হলেন আমিনুল। আরেক সাবেক অধিনায়ক ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের আগস্টে পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। এরপরই বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফারুক। ৯ মাসের মাথায় নতুন সভাপতি দেখল বিসিবি।
আমিনুল ছাড়াও নতুন করে পদে বসেছেন দুইজন বিসিবি পরিচালক। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা।
বিসিবি সভাপতির পদ নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে নানা গুঞ্জন। বাতাসে ভেসে বেড়াচ্ছিল, ফারুক আহমেদের জায়গায় বসতে যাচ্ছেন বুলবুল। গতকাল ফারুক জানিয়েছিলেন, তাকে বিসিবি সভাপতি হিসেবে সরকার আর দেখতে চায় না। তবে তিনিও পদত্যাগ না করার কথা গণমাধ্যমকে জানান।
ফারুক বিসিবিতে এসেছিলেন এসএসসি মনোনীত কাউন্সিলর হিসেবে। সেই এনএসসিরই ৮ পরিচালক গতকাল রাতে ফারুকের ওপর অনাস্থা এনে সংস্থাটিতে চিঠি দেন। তার পরেই বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে এনএসসি। এরপর বুলবুলের সামনে বিসিবি সভাপতি হওয়ার পথ অনেকটাই পরিষ্কার হয়ে যায়।
গতকাল রাতেই জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুলকে এনএসসি মনোনীত কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয়েছিল। পরে তার কাউন্সিলরশিপ অনুমোদন করেন ক্রিকেট বোর্ডের পরিচালকেরা। এরপর আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের প্রথম এই টেস্ট সেঞ্চুরিয়ানকে বিসিবির পরিচালক পদে মনোনীত করা হয়। এরপর বিসিবির অন্যান্য পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন বুলবুল।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.