মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপিতে শৃংখলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কৃত সৈয়দ রমিজ উদ্দিন মাষ্টারকে বহিস্কার করা হলেও তিনি উপজেলা বিএনপির আহবায়কের ছত্রছায়ায় এখনো দলীয় বিভিন্ন কর্মসূচীতে নিয়মিত অংশগ্রহন করায় দলের ত্যাগীরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ
ই রজিম উদ্দিন মাষ্ঠার বিগত আওয়ামীলীগ সরকারের আমলে তৎকালীন স্থানীয় সংসদ সদস্যসহ বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সফর আলীর সাথে ছিল গভীর সখ্যতা। তৎকালীন সরকারের আমলে তিনি নিয়েছেন অনেক অনৈতিক সুযোগ সুবিধা।
তাছাড়া রমিজ উদ্দিন মাষ্ঠারের তার বড়ভাই সৈয়দ জসিম উদ্দিন,ভাতিজা আকরাম হোসেন ও ছেলে জাকির হোসেন আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। এখন তারা রমিজ উদ্দিন মাষ্ঠারের ছায়াতলে আশ্রয় নিয়ে দলবদলের খেলায় মেতে উঠেছেন বলে অভিযোগ স্থানীয় বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের।
তারা জানান এই বিএনপি নামধারী লোকজন যখন যে দল ক্ষমতার মসনদে বসে ঠিক সেই সময়টাতে তারা সেই দলের লোক সেজেঁ সরকারের বিভিন্ন কাজকামে যৎ সুবিধা নিয়ে থাকেন। বিগত আওয়ামীলীগ সরকারের পতনের পর আবারো শুরু হয় নামাংঙ্কিত ব্যাক্তিদের দলবদলের কৌশল।
তাদের দলবাজিঁ ও দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগ পেয়ে গত ২৪/০৭/২০২৪ সালে রমিজ উদ্দিন মাষ্ঠারকে বিএনপি থেকে বহিস্কার করা হয় এবং বিএনপির সকল দলীয় কার্যক্রম থেকে বিরত থাকার ও নির্দেশনা প্রদান করা হয়।
কিন্ত কে শোনে কার কথা,তিনি আবারো বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির রাজু আহমদের সাথে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন দলীয় কর্মসূচীর পাশাপাশি সামাজিক অনুষ্টানে ও তাদের এক সাথে দেখা যায় বলে তারা জানান। তারা মনে করেন তারা পুলটিবাজ দল বদলের খেলায় মগ্ন থাকেন তাদের দিয়ে আর দল চালানো সম্ভব না।
তাদেরকে দল থেকে যেহেতু বহিস্কার করা হয়েছে তারা দলীয় কোন ধরনের কর্মসূচীতে অংশগ্রহন করা মানে ত্যাগীদের অমূল্যায়ণ করার সামিল। অবিলম্বে এই সমস্ত সুবিধাভোগীদের কার্যক্রম বিষয়ে দল কঠোর ব্যবস্থা নেওয়ার দাবী জানান।
এ ব্যাপারে সৈয়দ রমিজ উদ্দিনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির আহবায়ক রাজু আহমদ জানান,আমার সাথে দলীয় কোন কর্মসূচীতে এইসব লোক যাওয়ার প্রশ্নই আসেনা। আমি দলীয় নির্দেশনার বিপক্ষে অবস্থানকারী কাউকে সমর্থন করিনা। ##
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.