
বিদ্যুৎ চন্দ্র বর্মন, নিজস্ব প্রতিবেদক:
বিশ্বের ১৯৫টি দেশে অবস্থানরত প্রবাসী যোদ্ধাদের সমন্বয়ে গঠিত The Remittance Warriors Council–এর পক্ষ থেকে বিশ্বব্যাপী ঐক্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার বার্তা দেওয়া হয়েছে। সংগঠনটির অন্যতম উদ্যোক্তা ও সংগঠক এম এ রউফ নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সকল রেমিট্যান্স যোদ্ধা ও দেশপ্রেমিকদের উদ্দেশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন,
“শুরুতেই সকলকে আমার সালাম—আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন বছর ২০২৬ আমাদের জন্য একটি নতুন সূচনা। আমরা সবাই ‘United We Stand’—এই চেতনায় বিশ্বাসী এবং সেই বিশ্বাস বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”
তিনি আরও বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রেমিট্যান্স যোদ্ধারাই এই সংগঠনের মূল শক্তি। দেশপ্রেম, ত্যাগ ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী একদল সাহসী যোদ্ধাকে নিয়ে The Remittance Warriors Council পরিচালিত হচ্ছে, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সামাজিক ঐক্য ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
এম এ রউফ তাঁর বক্তব্যে স্পষ্ট করে বলেন,
“আমরা বিভেদ নয়, ঐক্য চাই। বিবাদ নয়, মানুষ হতে চাই। পারস্পরিক সহযোগিতা, সম্মান ও পরামর্শের মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে চাই।”
তিনি ২০২৬ সালের শুরু থেকেই সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করে সকল সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও দেশপ্রেমিক প্রবাসীদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন।
বিবৃতির শেষাংশে তিনি বলেন,
“এই সংগঠন শুধু একটি প্ল্যাটফর্ম নয়, এটি দেশপ্রেমিক যোদ্ধাদের একটি পরিবার। আসুন, আমরা সবাই একসাথে দাঁড়াই—United We Stand।”
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি সকলের সুস্বাস্থ্য, শান্তি ও সফলতা কামনা করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.