ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডুকে লক্ষ্য করে একাধিক ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ জুন) বিকেলে শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার জন্য রামচন্দ্রপুর বাজারে সমাবেশের আয়োজন করে শৈলকুপা উপজেলা বিএনপি। জয়ন্ত কুমার কুণ্ডু বিকেলে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সমাবেশস্থলে হাজির হলে মাঠের পাশের একটি ভবন থেকে তাকে লক্ষ্য করে পরপর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।পরে সমাবেশে আসা নেতাকর্মীরা ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বিএনপি নেতা জয়ন্ত কুমার কুণ্ডু বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এগুলো ঘটাচ্ছে। গতকালকেও আমার একটা সমাবেশে বাঁধা প্রদান করা হয়েছে। এগুলো করে আমাকে ও আমার নেতাকর্মীদের দমানো যাবে না।অবিলম্বে আজকের এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে।
আরও পড়ুনঃ রামগতিতে হাত-পা বেঁধে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ২
এদিকে এ ঘটনার প্রতিবাদে শৈলকুপা উপজেলার শেখপাড়া বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছে জয়ন্ত কুণ্ডুর অনুসারীরা। দ্রুত সময়ের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা।
এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন কালের কণ্ঠকে বলেন, ওই এলাকায় একটু উত্তেজনা দেখা দিয়েছিল।
পুলিশ দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.