স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার মনসা নিবাসী ও বিএএফ শাহীন কলেজ চট্টগ্রামের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ নাসির উদ্দিন (৬৭) গতকাল ২৩ জুন সোমবার বিকেলে রাজধানী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন।
(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি ২ পুত্র, ২ ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। গত দুই সপ্তাহ আগে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে পিত্তথলির পাথর অপারেশনের পর ইনফেকশানজনিত কারণে তার অবস্থার দ্রুত অবনতি ঘটে। রোববার রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুনঃ শায়খুল ইসলাম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (রহ.) জীবন ও অবদান শীর্ষক সেমিনার আজ
চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মুহাম্মদ ইউনুচ মরহুম প্রফেসর মোহাম্মদ নাসির উদ্দিনের ভগ্নিপতি। আজ ২৩ জুন সোমবার রাত ১০টায় ঢাকার শ্যামলীতে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
এছাড়াও আগামীকাল ২৪ জুন মঙ্গলবার সকাল ৮টায় পতেঙ্গা বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকে অবস্থিত বিএএফ শাহীন কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় নামাজে জানাযা ও পরে সকাল ১১টায় পটিয়া উপজেলার মনসা নিজ গ্রামে মরহুমের তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
এদিকে, প্রবীণ শিক্ষাবিদ নাসির উদ্দিনের ইন্তেকালে সমগ্র চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বন্দর নগরীর পতেঙ্গা বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকে অবস্থিত বিএএফ শাহীন কলেজে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘসময় তিনি নামকরা ঐ শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। সেখান থেকে অবসর গ্রহণের পর সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) কলেজের প্রিন্সিপাল হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন তিনি। মানুষ গড়ার কারিগর হিসেবে পরিচিত তার ছাত্রদের অনেকে এখন দেশে বিদেশে প্রতিষ্ঠিত রয়েছেন।
তার ইন্তেকালের খবর ছড়িয়ে পড়লে সাবেক সহকর্মী, ছাত্রসহ অনেকেই শোক ও সহমর্মিতা জানাতে ছুটে যান হাসপাতাল এবং চট্টগ্রামের বাসায়।
শিক্ষাবিদ নাসির উদ্দিনের ইন্তেকালে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.