নিজস্ব প্রতিনিধি:
রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত ২২টি দলের মধ্যে এবার ১২টি দলকে মনোনীত করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি)।
দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূরুল হক বলেন, “দীর্ঘদিন স্বৈরাচারী শাসনের কবল থেকে দেশকে মুক্ত করে বিভিন্ন সেক্টরে সংস্কার আনতে বিআরপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা দেশের আইন-কানুন মেনেই দল পরিচালনা করছি।” তিনি জানান, সোহেল রানাকে চেয়ারম্যান এবং তৌহিদুল ইসলামকে মহাসচিব করে ৫৭০ সদস্যের নবগঠিত কমিটি আগামী পাঁচ বছরের জন্য অনুমোদিত হয়েছে। শুদ্ধি অভিযানের অংশ হিসেবে অনিয়ম, দুর্নীতি ও শৃঙ্খলাভঙ্গের দায়ে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে।
তিনি আরও জানান, দেশের প্রায় প্রতিটি জেলা ও উপজেলায় নতুন কমিটি গঠন এবং কার্যক্রম চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিআরপি অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে।
আরও পড়ুনঃ গাবতলী উপজেলা কালাইহাটা জমিজমা বিরোধের জেরে গাছ কেটে ও ফসল নষ্ট করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন
বিআরপি চেয়ারম্যান মো. সোহেল রানা বলেন, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি) জাতীয় ঐক্য, সুশাসন ও উদ্ভাবনের নীতি সামনে রেখে এগিয়ে এসেছে। আমরা বিশ্বাস করি, সংস্কারের মাধ্যমেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। নির্বাচন কমিশন আমাদেরকে যোগ্য মনে করে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করায় আন্তরিক ধন্যবাদ জানাই। সারাদেশের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।
মহাসচিব তৌহিদুল ইসলাম বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। জনগণের আস্থা পুনরুদ্ধার এবং স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় আমরা কাজ করছি। দলের মূলমন্ত্র ‘সংস্কারেই পরিবর্তন, পরিবর্তনেই বাংলাদেশ।’ আগামী পাঁচ বছরে শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবার উন্নয়ন ও যুবশক্তির কার্যকর ব্যবহারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। নির্বাচন কমিশন এবং সারাদেশের নেতাকর্মীসহ শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.