বালিয়াকান্দিতে শ্যামা পূজা উপলক্ষে আলোকসজ্জা ও দীপাবলি উৎসব পালিত
মোঃ জাহিদুর রহিম মোল্লা
. জেলা প্রতিনিধি : রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি আপোটরা সার্বজনিন মাতৃমন্দির প্রাঙ্গনে, হিন্দু সম্প্রদায়ের শ্যামা পূজা ও দীপাবলি উৎসব আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।
(২১ অক্টোবর) সোমবার ও মঙ্গলবার সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাজার ও গ্রামীণ মন্দির,বাড়িঘর,নদী-পুকুরে লাইটিং করে আলোকিত করা হয়।
এছাড়া রাস্তা জুড়ে জ্বলে ওঠে হাজারো রঙিন আলোর ঝলকানি।
শ্রীশ্রী কালীপূজা উৎসব উপলক্ষে এ দীপাবলি অনুষ্ঠিত হয়।
মধুসুধন রায় এরএ সভাপতিত্বে
মন্দিরে দেবী কালীর আরাধনা,ধূপ-ধুনো ও মধ্য দিয়ে ভক্তরা পালন করেন শুভ দীপাবলি।
শিশু-কিশোর থেকে বৃদ্ধ-সকলের মুখে ছিল উৎসবের উচ্ছ্বাস। আকপোটরা ৫দিন ব্যাপি বিভিন্ন অনুষ্টানের মধ্যে ছিল লীলা কীর্তন পাঁচমিশালী পাঁচ নাটক গণেশ পাগলের জীবন কাহিনী নৌকা বাই চ বাউল গান জুলেখা সরকার ও টুকটুকি সরকার নৌকা মাঝি প্রথম স্থান অধিকার করেন মায়ের আশীর্বাদ দ্বিতীয় স্থান অধিকার করে সোনার তরী ও তৃতীয় স্থান অধিকার করে সোনার তরী এ সময় উপস্থিত ছিলেন জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান বাবু কল্লোল কুমার বসু জাফর আলী মিয়া মাগুরা শ্রীপুরের শব্দালপুর ইউনিয়নের বিএনপির সভাপতি রবিউল আলম বাকেরবাবু স্বপন কুমার মন্ডল অবসরপ্রাপ্ত শিক্ষক গৌড় চন্দ্র বিশ্বাস মধুসূদন মন্ডল আরো অনেকে অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সুমন কুমার বিশ্বাস ও তার সহযোগীরা
মাতৃমন্দিরে, কালী মন্দির,শিবুু মন্দিরসহ বিভিন্ন পাড়ায় ছিল আলোকসজ্জা,আতোশ বাজির আর ধর্মীয় সংগীতের সুর।
দীপাবলি উপলক্ষে রাজবাড়ির পাঁচ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছড়িয়ে পড়ে সৌহার্দ্য,ভ্রাতৃত্ব ও আনন্দের বার্তা।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.