
মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শুশুর বাড়িতে এসে বিষ পান করে জামাইয়ের মৃত্যু হয়েছে, মোঃ রুবেল মোল্লা (৩৫) নামের এক যুবকের। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মোঃ আতিয়ার মোল্লার ছেলে। আত্মীয়-স্বজনদের সূত্রে জানতে পারি রুবেল মোল্লা ১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ৯টার সময় তার নিজ গ্রামের বাড়ি থেকে বালিয়াকান্দি তালপট্টি এলাকায় ডাক নাম তাইরো মোল্লা নামে তাহার শুশুর বাড়িতে তাহার স্ত্রী নারগিস আক্তার ও দেড় বছরের ছেলেকে বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসে। নারগিস আক্তার তাহার সাথে বাড়িতে যেতে না ইচ্ছুক হইলে দুজনের মধ্যে ঝগড়া হয়, রুবেল মোল্লা কারো কাছে কিছু না বলে শুশুর বাড়ি থেকে বের হয়ে বালিয়াকান্দি বাজারে এসে বিষ ক্রয় করে পান করে। স্থানীয় লোকজন দেখতে পেয়ে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, সকাল ১১ টার সময়। সেদিনই রাত ৮ টার সময় রুবেল এর শারীরিক অবস্থার অবনতি দেখে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে রেফাড করেন। ১৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টার সময় ফরিদপুর মেডিকেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। এইঘটনাকে কেন্দ্র করে অফিসার ইনচার্জ কোতোয়ালী থানা ফরিদপুর, অফিসার ইনচার্জ বালিয়াকান্দি থানা কে একটি বেতার বার্তা প্রেরণ করার জন্য আদেশ করেন। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ, মোঃ আবদুর রব তালুকদার, মৃত রুবেল মোল্লার স্বজনদের সংবাদটি জানান, পরবর্তীতে মৃত রুবেল মোল্লার চাচা, মোঃ আকবর মোল্লা বালিয়াকান্দি থানায় এসে রুবেল মোল্লার মৃত্যুর সংবাদ প্রদান করিলে, বালিয়াকান্দি থানায় একটি অপমৃত্যু মামলা রজু হয়।
রুবেল মোল্লার অকাল মৃত্যুতে বাবা-মায়ের একমাত্র সন্তান হারানোর বেদনায়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.