স্পোর্টস ডেস্কঃ
অবসর থেকে এক মৌসুমের চুক্তিতে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন পোলিশ গোলরক্ষক ভয়চেক সেজনি। বার্সার চলতি মৌসুম শেষ হওয়ায় সেজনির ওই চুক্তি শেষ হচ্ছে। এখন তিনি পুনরায় অবসরে ফিরে যাবেন নাকি এক বছরের চুক্তি নবায়ন করবেন তা নিয়েই যত আলোচনা।
সংবাদ মাধ্যম দাবি করেছে, স্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে চাওয়া সেজনি এরই মধ্যে ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। বার্সা বোর্ডের প্রস্তাবে সাড়া দিয়ে এক বছরের চুক্তি নবায়ন করতে চান তিনি। বার্সার থেকে প্রথম পছন্দের গোলরক্ষক হওয়ার বার্তা পেয়ে ২০২৬ সাল পর্যন্ত ক্যাম্প ন্যু পর্যন্ত থাকতে চান সাবেক জুভেন্টাস গোলরক্ষক।
মৌসুমের শুরুতে ইনজুরি নিয়ে মাঠের বাইরে চলে যাওয়া মার্ক টের স্টেগানে ভরসা পাচ্ছে না বার্সেলোনা। যে কারণে তাকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে বিবেচনা নাও করতে পারে কাতালানরা। বিষয়টি বুঝতে পেরেছেন জার্মান গোলরক্ষকও। তিনিও আবার নিয়মিত খেলতে চান এবং জার্মানির হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলতে চান।
যে কারণে টের স্টেগান বার্সা ছাড়ার পরিকল্পনা করছেন বলে উল্লেখ করেছে সংবাদ মাধ্যম গোল। স্প্যানিশ ক্লাবটি এরই মধ্যে স্থায়ী একজন গোলরক্ষকের সন্ধানে বাজারে নেমেছে। যিনি টের স্টেগান ও সেজনির জায়গা পূরণ করবেন। ওই পরিকল্পনায় বার্সার পছন্দ এস্পানিওয়েল তরুণ স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়া। তার রিলিজ ক্লজ ২৫ মিলিয়ন ইউরো।
সেজনি শেষ পর্যন্ত অবসরে ফিরে গেলে গার্সিয়াকে মূল দলের সঙ্গে রাখবে বার্সেলোনা। আবার টের স্টেগান অন্য ক্লাবে চলে গেলেও কাতালান দলে থাকবেন ২৪ বছর বয়সী এই গোলরক্ষক। তবে সেজনি ও স্টেগান দু’জনই বার্সায় থেকে গেলে গার্সিয়াকে কিনে এক মৌসুমের জন্য ধারে পাঠাতে চায় বার্সা বোর্ড।
বার্সা এরই মধ্যে লামিনে ইয়ামাল, রাফিনিয়াদের সঙ্গে চুক্তি নবায়ন করেছে। যার অর্থ তাদের বেতনও বেড়েছে। অভিজ্ঞ টের স্টেগান তাই ধারে কিংবা স্থায়ী চুক্তিতে ক্লাব ছাড়তে চাইলে বার্সা বোর্ড খুব একটা আপত্তি করবে না। বরং টের স্টেগান ক্যাম্প ন্যু ছাড়লে বেতনের বোঝা কমবে বার্সার ওপর থেকে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.