মো: রমজান আলী, বান্দরবান প্রতিনিধি:
জুলাই বিপ্লবের শহিদদের স্মরণীয় করে রাখতে, তাদের উদ্দীপনাকে ধারণ করে তা গণমানুষের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক, অলাভজনক ও সেচ্ছাসেবী সংগঠন The Red July। বান্দরবান জেলায় The Red July টিমের সার্বিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
নবগঠিত কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন জুলাই আন্দোলনে বান্দরবানে নেতৃত্বদানকারী ছাত্রনেতা আসিফ ইকবাল, যুগ্ম আহ্বায়ক মিছবাহ উদ্দীন, সদস্য সচিব মিনহাজ উদ্দীন, মূখ্য সংগঠক হাবিব আল মাহমুদ, যুগ্ম মূখ্য সংগঠক আশরাফুল ইসলাম রিয়াদ, রবিউল হাসান এবং মূখপাত্র মনোনীত হয়েছেন রুমি সেন। আজ (২৫/০৭/২০২৫) শুক্রবার The Red July এর কেন্দ্রীয় আহ্বায়ক শাহরিয়ার রহমান সাদ ও সদস্য সচিব মোঃ সজিব হোসাইন ৪১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন। এই কমিটি আরো বর্ধিত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারের পতন হয়। অবসান হয় জুলুমের। আওয়ামী-সন্ত্রাস ও স্বৈরাচারের সূচনালগ্ন থেকে গণহত্যার লাল জুলাই পর্যন্ত যারা শহিদ হয়েছেন সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করে The Red July টিম । বিশেষ করে ৩৬ই জুলাই পর্যন্ত যারা শহিদ হয়েছেন, আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন তাদের তথ্য-উপাত্ত যাচাইপূর্বক সংগ্রহ করা শুরু করেছে টিম রেড জুলাই।
জুলাইয়ের সেই শহিদদের স্মরণীয় করে রাখতে, তাদের উদ্দীপনাকে ধারণ করে তা গণমানুষের মধ্যে পৌঁছে দিতে রেড জুলাই টিমের এই উদ্যোগ। রেড জুলাই টিম পৃথিবীতে যত অন্যায়, অত্যাচার ও বৈষম্য আছে তার বিরুদ্ধে শান্তি ও ন্যায়বিচারের পক্ষে কাজ করে যাবে।
আরও পড়ুনঃ “উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনার পর ভবিষ্যতে রোগ ঝুঁকি: এখনই সচেতন হই, বাঁচাই প্রাণ”!
রেড জুলাই টিম, বান্দরবান জেলার আহ্বায়ক ছাত্রনেতা আসিফ ইকবাল বলেন, জুলাইয়ের বীর শহিদদের স্মৃতি স্মরণীয় করে রাখতে, তাদের আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা গণমানুষের কাছে পৌঁছে দিতে, দীর্ঘ ১৬ বছরের আওয়ামী দুঃশাসনের চিত্র দেশবাসীর কাছে তুলে ধরতে এবং সমস্ত অন্যায় ও জুলুমের বিরুদ্ধে অবিচল কাজ করে যাবে The Red July টিম বান্দরবান।
আমরা জুলাইয়ের চেতনায় ঐক্যবদ্ধ বান্দরবানের সকল ছাত্র-জনতাকে সাথে নিয়ে কাজ করে যাবো। তিনি আরো বলেন জুলাই আমাদের ঐক্যের বার্তা দেয়, ভেদাভেদের নয়। তাই দল, মত, নির্বিশেষে সবাইকে নিয়ে জুলাইয়ের চেতনায় দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবো।
উল্লেখ্য, The Red July সম্পূর্ণরূপে একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেচ্ছাসেবী সংগঠন। রেড জুলাইয়ের এই উদ্যোগের সাথে যে কেউ যেকোনো সময় স্বেচ্ছাসেবক বা সংগঠক হিসেবে যোগ দিতে পারবেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.