বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান সদর উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পোয়ে: উপলক্ষে শুরু হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্ট। ২০সেপ্টেম্বর থেকে বাঘমারা উজানী পাড়া সংলগ্ন ও নোয়াপতং খালের পাশে বালুচর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই ফুটবল টুর্নামেন্ট।
জানা যায়,আগামী অক্টোবর মাসের ৬থেকে ৭ তারিখ পর্যন্ত এ ফুটবল টুর্নামেন্ট চলবে। এতে ৩২টি ফুটবল দল অংশগ্রহণ করেন। প্রথম দিনের ম্যাচে বাঘমারা হেডম্যান পাড়া জুনিয়র একাদশ বনাম থিংগইং রোওয়া একাদশ খেলায় অংশ নিয়ে টুর্নামেন্ট সূচনা করা হয়।
ইতিপূর্বে বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাওসেতং তঞ্চঙ্গ্যা প্রধান অতিথি উপস্থিত থেকে খেলার অনুষ্ঠান উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, তারুণ্যের ঐক্যবদ্ধ শক্তি জাতির ও দেশ গড়াকে প্রেরণা জোগায়। এর পাশাপাশি তরুণ সমাজ যখন কাজের মাধ্যমে নিজেদের প্রতিফলন ঘটাবে, তখনই সমাজের পরিবর্তন ঘটবে।
আরও পড়ুনঃ চাঁপাইনবাবগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন গোলাম জাকারিয়া
টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি মংথুইচিং মারমা বক্তব্যে বলেন, আজকাল যুব সমাজ মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। দিন দিন খেলাধুলা থেকে দূরে সরে যাচ্ছে। যুব সমাজকে খেলার মাঠে ফিরিয়ে আনতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ।
এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক গান্ধীলাল তঞ্চঙ্গ্যা, ক্রই সিংমং মারমা, ৪নং নোয়াপতং ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি চিত্রমহন চাকমা, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সাচিং মারমা, প্রীতিময় তঞ্চঙ্গ্যা, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি এসটি রঞ্জন তঞ্চঙ্গ্যা, জামছড়ি ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি অংচমং মারমা, রোয়াংছড়ি উপজেলা জাসাস-এর আহ্বায়ক চিংনুমং মারমা, রোয়াংছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক উত্তম তঞ্চঙ্গ্যা প্রমুখ।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে থিংগইং রোওয়া একাদশ বাঘমারা হেডম্যান পাড়া একাদশকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করেন। খেলার মাঠে স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাপক উৎসাহ উদীপনায় দর্শকরা খেলা উপভোগ করতে মাঠে দেখা গেছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.