বান্দরবান জেলা প্রতিনিধিঃ
ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়ন এর আয়োজন বান্দরবানে পর্যটন সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা বান্দরবান হোটেল হিলটন কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়।

বান্দরবান রেসিডেনশিয়াল হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসান ইকবাল চৌধুরী।
সভার সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। এসময় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কাজী জিল্লুর মোস্তফা, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) সৈকত রায় এবং রিজিয়ন ও জোনের অফিসার ও ফোর্সবৃন্দ।
সুচনা বক্তব্যে সমিতির সাধারণ সম্পাদক জমির উদ্দিন বলেন, বান্দরবানের কিছুসংখ্যক হোটেল সমিতির সদস্য নয়, কিন্তু তাদের কিছু অবৈধ কার্যক্রমের কারণে সমিতির সুনাম নষ্ট হচ্ছে।
উন্মুক্ত আলোচনায় হোটেল হিলটন ম্যানেজার আক্কাছ উদ্দিন জানান, অনেক পর্যটক হোটেল রুমের জিনিসপত্র নিয়ে যান। তবুও আমরা পর্যটকদের সম্মান রক্ষার্থে তাদের সাথে ভালো ব্যবহার করি।
কিউবি রিসোর্টের স্বাধিকারী মফিজুল ইসলাম মামুন জানান, বিদেশি পর্যটকগণ অনেক সময় অনুমতি প্রদানের বিলম্বের কারণে হয়রানির স্বীকার হতে হয়। তিনি বলেন, বিদেশি পর্যটক টানতে হলে এই অনুমতি প্রথা বাদ দিতে হবে।
প্রধান অতিথি হাসান ইকবাল চৌধুরী, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত), ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়ন বলেন,পর্যটকরা চায় ভালো ব্যবহার।.অনলাইনে বুকিংয়ে তারা যাতে প্রতারিত না হন, সেজন্য তিনি হোটেল মালিকদের নির্দেশনা প্রদান করেন।
একইসাথে ট্যুর অপারেটর দের প্রশিক্ষণের উপর জোর দেন।
আরও পড়ুনঃ রাজশাহী অ্যাসোসিয়েশন ভবনের দোকান দখলের অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন : আশিকুল আলম লিটু
বান্দরবানের পর্যটনের বিষয়ে পজিটিভ প্রচারণা চালানোর জন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি আহ্বান রাখেন। বিদেশি পর্যটকদের সুবিধার্থে অনুমোদনের সময় সীমা তিন দিনের পরিবর্তে ২৪ ঘণ্টার মধ্যে অনুমতি পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস প্রদান করেন।
বান্দরবান রেসিডেনশিয়াল হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি মো: সিরাজুল ইসলাম সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য ট্যুরিস্ট পুলিশ, বান্দরবান রিজিয়নকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.