মোহাম্মদ করিম, বান্দরবান জেলা প্রতিনিধিঃ-
বান্দরবানের আলীকদমে নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণভিত্তিক ফেসবুক গ্রুপ “ট্যুর এক্সপার্ট”এর এডমিন বর্ষা ইসলাম বৃষ্টি’র বিরুদ্ধে মামলা দায়েরের পর গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ জুন) নিহত স্মৃতি আক্তারের পিতা মো. হাবিবুর রহমান বাদি হয়ে আলীকদম থানায় (মামলা নং ০৩, তারিখ- ১৪-০৬-২০২৫ ইং, ধারা-৩০৪ (ক) পেনাল কোড) এই মামলাটি দায়ের করার পর বর্ষা ইসলামকে গ্রেপ্তার দেখানো হয় বলে নিশ্চিত করেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ফেসবুক গ্রুপ “ট্যুর এক্সপার্ট”এর এডমিন ও যশোর জেলার চৌগাছা থানার জগদীশপুর ইউপির আড়পাড়া, ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রবিউল ইসলামের কন্যা অভিযুক্ত বর্ষা ইসলাম বৃষ্টি।
আরও পড়ুনঃ পাবনায় মরহুম মাওলানা সাদেক আলী স্মরণে কারা নির্যাতিত মজলুমদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান
তার ফেসবুক গ্রুপের মাধ্যমে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিভিন্ন ট্যুরের আয়োজন করতেন। তার “ক্রিসতং রুংরাং সামিট (৩০ তম)” ইভেন্টে অংশ নিতে গিয়ে স্মৃতি আক্তার গত (৮ জুন) আলীকদমের উদ্দেশ্যে রওনা হন।
এরপর থেকে তার পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে (১৩ জুন) আলীকদমের তৈন খালের মোড় থেকে স্মৃতি আক্তারের লাশ উদ্ধার করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়, বর্ষা ইসলাম স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিয়ে মাত্র একজন গাইড (সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যাঁ) নিয়ে ৩৩ জনের ট্যুর আয়োজন করেন এবং তিনি পর্যটকদের আবহাওয়া সম্পর্কে জানাননি।
তারা (৯ জুন) দুর্গম রুংরাং-ক্রিসতং এলাকার উদ্দেশ্যে রওয়ানা হন। ১০ জুন বর্ষা ১২ জন পর্যটক ও গাইডকে নিয়ে খেমচং পাড়া থেকে আন্ধারমানিক ট্রেইলের উদ্দেশ্যে যান।
বাকিদের যার মধ্যে স্মৃতি আক্তারও ছিলেন, অপর্যাপ্ত নিরাপত্তা ও গাইড ছাড়াই মো. হাসান চৌধুরী শুভ’র মাধ্যমে দুর্গম ও ঝুঁকিপূর্ণ পাহাড়ী পথ পেরিয়ে আলীকদম সদরে ফেরত পাঠালে ১১ জুন বিকালে শামুক ঝর্ণা এলাকায় পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, মো. হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন।
পরে ১২ জুন শেখ জুবাইরুলের মরদেহ এবং ১৩ জুন স্মৃতি আক্তারের মরদেহ উদ্ধার হলেও মো. হাসান চৌধুরী শুভ এখনও নিখোঁজ রয়েছেন।
মামলার বাদী মো. হাবিবুর রহমান দাবি করেন, “ট্যুর এক্সপার্ট”এর এডমিন বর্ষা ইসলাম বৃষ্টি’র দায়িত্ব অবহেলা ও অদক্ষতার কারণেই স্মৃতি আক্তারের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আলীকদম থানার কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন বলেন, নারী পর্যটকের মৃত্যুর ঘটনায় ভ্রমণ ভিত্তিক ফেসবুক গ্রুপ “ট্যুর এক্সপার্ট”এর এডমিন বর্ষা ইসলাম বৃষ্টি’র বিরুদ্ধে নিহত স্মৃতি আক্তারের পিতা বাদি হয়ে আলীকদম থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তকে কোর্টে চালান করা হয়েছে বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.