স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)ধলই ইউনিয়ন সংসদের ৪র্থ কার্যকরী পরিষদের শুভ অভিষেক অনুষ্ঠান আজ ১১ জুলাই শুক্রবার সকাল দশটায় এনায়েতপুরস্থ শ্রীশ্রী ব্রজধাম আশ্রম প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
দুই পর্বে অনুষ্ঠিত এই আয়োজনে ১ম পর্বে সভাপতিত্ব করেন বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সভাপতি শ্রী চন্দন নাথ। ১ম পর্ব পরিচালনা করেন বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সাধারণ সম্পাদক শ্রী শ্যাম সুন্দর বৈষ্ণব।
সভায় মঙ্গলপ্রদীপ প্রজ্বলক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি কেন্দ্রীয় লোকনাথ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ উজ্জ্বলানন্দ ব্রহ্মচারী।আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের প্রধান উপদেষ্টা ডাঃ রনজিত কান্তি দাশ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের প্রধান পৃষ্ঠপোষক শ্রী সৃজন পাল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শ্রী অমৃত লাল দে।
আরও পড়ুনঃ পুলিশের লুট হওয়া বিদেশি পিস্তলসহ আটক ১
মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি শ্রী শুভাশীষ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী রূপন দাশ।
আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের হিসাব পরীক্ষক শ্রী উজ্জ্বল ভৌমিক, বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের উপদেষ্টা শ্রী তপন পাল, শ্রী সন্তোষ বণিক, বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের পৃষ্ঠপোষক শ্রী বিধান বণিক, বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের উপদেষ্টা শ্রী নয়ন দে,শ্রী উত্তম দাশ,
ডাঃ সুভাষ নাথ, শ্রী পংকজ হাজারী,পৃষ্ঠপোষক ডাঃ উজ্জ্বল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের সিনিয়র সহ সভাপতি শ্রী সুজন বণিক, সাংগঠনিক সম্পাদক শ্রী সুদীপ নাথ, সহ অর্থ সম্পাদক শ্রী হরিতোষ বণিক।
২য় পর্বে সভাপতিত্ব করেন বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের সভাপতি শ্রী বিমল কুমার মজুমদার। ২য় পর্ব পরিচালনা করেন বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের সহ সভাপতি শ্রী আশিষ রায় ও সহ সাধারণ সম্পাদক শ্রী স্মরণ নাথ অর্ক।স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক শ্রী রূপন বৈষ্ণব।
উক্ত আয়োজনে বাগীশিক হাটহাজারী উপজেলা সংসদের আওতাধীন বিভিন্ন সংসদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগীশিক ধলই ইউনিয়ন সংসদের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে শ্রীমৎ বিনোদ বিহারী বৈষ্ণব স্মৃতি স্মরণে আয়োজিত শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.