বিনোদন ডেস্কঃ
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সোহেল রানা। সত্তর ও আশি দশকে তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম।
বাংলা চলচ্চিত্রের একশন কিং খ্যাত নায়ক রুবেল। তিনি তার বড় ভাই সোহেল রানার মাধ্যমে চলচ্চিত্র জগতে আগমন করেন। তিনি নব্বই দশকের জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম ছিলেন।

অপরদিকে নায়ক সোহেল রানা ও নায়ক রুবেলের ভাগ্নি হলেন মডেল ও অভিনেত্রী এবং উপস্থাপিকা তানিয়া আহমেদ। তিনি মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন।
পরবর্তীতে তিনি নাটকের অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। তবে তানিয়া আহমেদ তার ক্যারিয়ারের শুরু থেকে এ কথা কাউকে জানাননি যে তিনি সোহেল রানা ও রুবেলের ভাগ্নি।তানিয়া জনপ্রিয়তা পাওয়ার অনেক বছর পরে মানুষ তা জানতে পারে।
নায়ক সোহেল রানা ও নায়ক রুবেলের বড় বোনের মেয়ে হলেন অভিনেত্রী তানিয়া আহমেদ।
আরও পড়ুনঃ হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ সৈয়দ নুরুল আলম আল কাদেরি ইন্তেকাল করেছেন
এযাবতকালে ঢালিউডে যত সুপারস্টার এসেছে...
১. রহমান – প্রথমদিককার সুপারস্টার, 'মুখ ও মুখোশ'-এর নায়ক।
২. রাজ্জাক – ‘নায়করাজ’, ঢালিউডের প্রথম বৃহৎ তারকা।
৩. সোহেল রানা – অ্যাকশন হিরো, সফল প্রযোজকও।
৪. ফারুক – ‘অভিনয়ের ফারুক’, গাম্ভীর্য ও পরিপক্বতা এনে দিয়েছেন।
৫. জসীম – বাংলা সিনেমার অ্যাকশন কিং।
৬. আলমগীর – মেলোড্রামার রাজা, পারিবারিক সিনেমার প্রধান মুখ।
৭. উজ্জ্বল – নির্ভরযোগ্য, স্থিতিশীল নায়ক, কখনো সুপারহাইপড না হলেও জনপ্রিয়।
৮. ওয়াসীম – ফ্যান্টাসি ও ঐতিহাসিক সিনেমার হার্টথ্রব।
৯. ইলিয়াস কাঞ্চন – ক্লাসিক ও বাস্তবধর্মী চরিত্রে পারদর্শী, রোড সেফটি আন্দোলনের নেতা।
১০.মাসুম পারভেজ রুবেল –বাংলা গণমানুষের মেগাস্টার লড়াকু নায়ক মার্শাল আর্ট ও অ্যাকশন ধারার রাজত্ব হিরো বছরের পর বছর সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।
১১. মান্না – দীর্ঘদিন একক রাজত্বকারী নায়ক।
১২. সালমান শাহ্ – স্টাইল আইকন, আধুনিকতার
প্রতীক, কম সময়ে তুমুল প্রভাব।
১৩. শাকিব খান – ২০১০ পরবর্তী যুগের একক নায়ক
সংগ্রহ
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.