বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লি. ও বিএনএনসি’র উদ্যোগে সাভারে অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন
বিশেষ প্রতিনিধি:
ঢাকা জেলার সাভার উপজেলার আড়াপাড়া এলাকায় বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিমিটেড ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব (বিএনএনসি)-এর যৌথ উদ্যোগে একটি অবৈতনিক বিদ্যালয় ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ১১টায় সংগঠনের ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা সব সময় সমাজের অবহেলিত ও হতদরিদ্র শ্রেণির মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে চলেছি। এই প্রচেষ্টাকে সফল করতে সবার সহযোগিতা একান্তভাবে প্রয়োজন। আপনারা পাশে থাকলে আমরা সারা দেশে আমাদের কার্যক্রম আরও বিস্তৃত করতে পারব । অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদুজ্জামান। তিনি বলেন, “বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনে আমরা নিরলসভাবে কাজ করছি। শিশু বয়সেই সঠিক দিকনির্দেশনা না পেলে ভবিষ্যতে তাদের পরিবর্তন করা কঠিন হয়ে পড়ে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার আলী। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি খান সেলিম রহমান। তিনি বলেন,“দরিদ্র জনগোষ্ঠীকে অশিক্ষার অভিশাপ থেকে মুক্ত করতে হলে সুশিক্ষার বিকল্প নেই। এজন্য সমাজের সকল শ্রেণির মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। এছাড়া উদ্বোধক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি ও ঢাকা প্রেসক্লাব ফেডারেশন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন। তিনি বলেন, “সমাজে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধের একমাত্র উপায় হলো জনসচেতনতা বৃদ্ধি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক গণজমিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. মনির হোসেন বিশ্বাস, সহ-সম্পাদক সাব্বির আহমেদ, সমাজসেবা ফিল্ড অফিসার মোস্তাফিজুর রহমান, সংগঠনের অর্থ সম্পাদক মো. ইউনুছ আলী, কোহিনুর বেগম, শারমিন আক্তার, সীমান্ত, মো. ওবায়দুল ইসলাম, শাহনাজ আলম রোমানাসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা অভিভাব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মধ্যে বই, খাতা, কলম ও প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.