মীর জেসান হোসেন তৃপ্তী:
বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ এর অফিস উদ্বোধন উপলক্ষে ও মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্বরণে এক দোয়া অনুষ্ঠান বৃহস্পিতিবার দুপুর ১১টায় টেকনিকালের দারুসালামের তৃতীয় তলায় নিজেস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের অর্থ-সম্পাদক মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি বক্তব্য শুরুতে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরত কামনায় এক মিনিট নিরাবতা পালন ও সুরা ফাতিহা পাঠ করেন।
এ সময় তিনি বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যে ক্ষতি তা অপুরনীয়। যারা অসুস্থ্য তাদের পাশে দাঁড়ানোর আমাদের সকলের দায়ীত্ব ও কর্তব্য। অফিস উদ্বোধন করে ঢাকা প্রেস ক্লাবের সভাপতি বলেন,বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিঃ ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব যৌথভাবে দেশের ক্লান্তিলগ্নে নিরলস ভাবে কাজ করে চলেছে।
এ সময় তিনি আরো বলেন,সব সময় হতদরিদ্র ও ভূমি মানুষের মৌলিক অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করতে আমরা আন্দোলনে নেমেছি। আমরা ভূমি মানুষের অধিকার আদায় করে ঘরে ফিরবো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলী। তিনি এ সময় বলেন,৩০৯৫টি ভূমিহীন পরিবারকে ০.৫ শতাংশ করে সরকারি খাস জমি বুঝিয়ে দেওয়ার কার্যক্রম দ্রুত শুরু করা অতি জরুরি।
আরও পড়ুনঃ লামায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
আমরা প্রায় আট বছর ধরে ধারাবাহিকভাবে ভূমিহীনদের পক্ষে আন্দোলন করছি।আমরা আইনগত লড়াই করে জয়ী হয়েছি কিন্ত এখনো ভূমির দখল বুঝে পায়নি। আমার আশা অতিদ্রুত সরকার ব্যবস্থা করবেন। তিনি বলেন, হাইকোর্টে রিট দায়ের করা হলে আদালত ৩০৯৫টি পরিবারের পক্ষে রায় দেন। ১৭ মার্চ ভূমি মন্ত্রণালয়ে এই সংক্রান্ত নির্দেশনাও পাঠানো হয়েছে।
অফিস উদ্ভোধন অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন,মিসেস মাকসুদা,মাহমুদা আক্তার,জুয়েল,আসিক প্রমূখ। সভাপতি তার সমপনী বক্তব্যে বলেন,আমরা সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করে চলেছি, সকলের সহযোগিতা পেলে এর ধারাবাহিকতার আরো উন্নতি করার চেষ্টা করব।
এই প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে গৃহহীন থাকা পরিবারগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলবে এবং একটি টেকসই সামাজিক পরিবর্তনের সূচনা ঘটবে বলেও তারা আশা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.