গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড মধ্যপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে সাবেক ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ নসীবর রহমানসহ একাধিক ব্যক্তি আহত হয়েছেন।
ভুক্তভোগী নসীবর রহমান মেম্বার জানান, তিনি একজন ফার্মেসির মালিক। গত ২০ আগস্ট রাত ১০টার দিকে তার দোকানের সামনে হঠাৎ ৩০-৪০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় দোকান ভাঙচুরের পাশাপাশি তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুনঃ ইংল্যান্ডে কেউ মৃত্যু বরণ করলে ডেথ সার্টিফিকেট থেকে শুরু করে কবর বা দাহ প্রক্রিয়া ও তার খরচ কেমন
অভিযোগে জানা যায়, হামলায় জড়িতদের মধ্যে রয়েছেন,মোঃ ইব্রাহীম (৪০), পিতা মৃত,জয়নাল,,মোঃ রেজ্জাক (৫৫),মমিনুল (৩৫)
মোঃ নছিবর উদ্দিন, পিতা মৃত নবীর উদ্দিন
মোঃ নইমুদ্দিন, মোঃ রফিকুল,মোঃ রসিদ মিয়া,,মোঃ আলমগীর ,মোঃ জাহাঙ্গীর মিয়া,
মোঃ জাহিদুল মিয়া,নবীর উদ্দীন সাগর, (৩০),শাহিন (৩২), পিতা মোঃ জাইদুল ,মোঃ জাহিদুল মিয়া, পিতা মৃত নবীর উদ্দিন
মোঃ সুজন (৩৪), পিতা মোঃ নছির উদ্দিন
মোঃ ফারুক মিয়া (৫৪), পিতা মৃত,নুরুলইসলাম
এছাড়াও আরও কয়েকজন এ ঘটনায় জড়িত বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.