হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হলো শনিবার (১৪ জুন)। বৃষ্টিভেজা দিনে ক্লাব সদস্য আর আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণের মধ্য দিয়ে বনভোজনটি হয়ে উঠে সাংবাদিক ও কমিউনিটির মিলন মেলা।
সকাল থেকে ঠান্ডা, বৃষ্টি আর বাতাসের সমন্বিত বৈরী পরিবেশ হওয়ার পরও দুপুরের দিকে প্রবাসের বিপুল সংখ্যক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের পদচারণায় জমে উঠে ব্রঙ্কসের গেøন আইল্যান্ড পার্কের প্যাভিলিয়ান টু।
অনুষ্ঠানে নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে সাংবাদিক, শিল্প উদ্যোক্তা, ব্যবসায়ী ও পেশাজীবীরাও আমন্ত্রিত হয়ে যোগ দেন। বনভোজনে আগত অতিথিদের স্বাগত জানান সভাপতি মনোয়ারুর ইসলাম ও সাধারণ সম্পাদক মমিন মজুমদার সহ কার্যকরী পরিষদের কর্মকর্তারা। খবর বাপসনিউজ র।
প্রেসক্লাবের সদস্যদের পরিচিতি সহ আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বনভোজনের ‘ভয়েস’ শীর্ষক স্যুভেনির উন্মোচন করেন ক্লাবের অন্যতম উপদেষ্টা ও সাপ্তাহিক বাংলাদেশ-এর উপদেষ্টা সম্পাদক আনোয়ার হোসাইন মঞ্জু।
এরপর একগুচ্ছ বেলুন উড়িয়ে যৌথভাবে বনভোজনের উদ্বোধনী অনুষ্ঠান করেন ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান এবং ক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের এবং সভাপতি মনোয়ারুল ইসলাম ।
অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সহ সভাপতি শেখ সিরাজুল ইসলাম ।অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমন্ত্রিত সম্পাদক ও সাংবাদিক এবং মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের অধ্যাপক ড. এসএম শামীম রেজা, সপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান,সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ,
নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সহ- সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য এবং বাপসনিউজ এডিটর সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,সাংবাদিক শওকত ওসমান রচি, সাপ্তাহিক প্রথম আলো’র নির্বাহী সম্পাদক মঞ্জুরুল হক, টিবিএন২৪-এর বিশেষ প্রতিনিধি শামীম আহমেদ, জুয়েল আহসান, সাপ্তাহিক জেমিনি সম্পাদক বেলাল আহমেদ,সাপ্তাহিক সাদাকালো’র নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম, সাপ্তাহিক আজকাল-এর জেনারেল ম্যানেজার আবু বকর সিদ্দিক, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম।
ক্লাব কর্মকর্তা ও সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা ডা. চৌধুরী সারোয়ারুর হাসান, মাহমুদ খান তাসের ও এবিএম সালেউদ্দিন, সাপ্তাহিক প্রথম আলো সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন, সিনিয়র সাংবাদিক ও নিরাপত্তা বিশ্লেষক ড. ইমরান আনসারী, হাসানুজ্জামান সাকী, সুলতানা রহমান, মেহেরুননেসা জোবায়দা ও জামিল আনসারী। এছাড়াও ক্লাবের নবাগত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ফাহমিদা লিনা, শেখ শফিকুর রহমান ও শরিফুল ইসলাম।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে দুলাভাইয়ের হাত ধরে পালালো শ্যালিকা
আমন্ত্রিত অতিথি হিসেবে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল রহিম হাওলাদার, ট্রাষ্টি বোর্ড সদস্য এবং জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, সোসাইটির ট্রাষ্টি বোর্ড সদস্য আতোয়ারুল আলম, সহ সভাপতি কামরুজ্জামান কামরুল, সাহিত্য সম্পাদক হাসান জিলানী, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আলহাজ সোলায়মান ভুইয়া,কমিউনিটি নেতা আব্দুস শহীদ, মুনা সোস্যাল সার্ভিস-এর
চেয়ারম্যান আব্দুল্লাহ আল আলীফ, বাংলাদেশী আমেরিকান এডভোকেসী গ্রুপ (বাগ)-এর সভাপতি জয়নাল আবেদীন, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাধারণ রোকন হাকিম, নিউইয়র্ক বাংলাদেশী লায়ন ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার, পার্কচেষ্টার রিয়ালটির কর্নধার সালেউদ্দিন সাল, কুমিল্লা সোসাইটি
ইউএসএ’র সাবেক সভাপতি খবির উদ্দিন, এস্টোরিয়া ডিজিটাল ট্রাভেলস-এর কর্ণধার নজরুল ইসলাম, গ্রী মেকানিক্যাল ইয়ংকার্স-এর কর্ণধার তোফায়েল চৌধুরী লিটন, জাকির চৌধুরী সিপিএ, খলিল গ্রুপের কর্ণধার শেফ খলিলুর রহমান, রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজীম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইউএসএ’র সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, বগুড়া সমিতি ইউএসএ’র সভাপতি মোহব্বত আকন্দ, কমিউনিটি আক্টিভিষ্ট আব্দুস সবুর, আমীন মেহেদী, আহসান হাবীব, পারভেজ সাজ্জাদ, বদরুদোজা সাগর, আব্দুর রশীদ বাবু, শিপন এবং নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রার্থী ষ্টেট
অ্যাসেম্বলীম্যান জোহরান মামদানীর ক্যাম্পেইন প্রতিনিধি ফারিহা আক্তার।দুপুরে ছিলো মতিন রেষ্টুরেন্টের দেশীয় খাবারে মধ্যাহ্ন ভোজ। বিকেলে ছিলো প্রবাসের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সঙ্গীতানুষ্ঠান আর বিভিন্ ক্রীড়া প্রতিযোগিতা সহ রাফেল ড্র। সঙ্গীত পরিবশন করেন কৃষ্ণা তিথি, মরিয়ম মারিয়া ও নিপা জামান।
ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ কাজল। পুরষ্কার বিতরণীর মধ্যদিয়ে দিনব্যাপী বনভোজনে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, রাফেল ড্র পুরষ্কারের উল্লেখযোগ্য স্পন্সর ছিলেন মূলধারার রাজনীতিক ও সমাজসেবী এটর্নি মঈন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক গিয়াস আহমেদ, গ্রী মেকানিক্স এর তোফায়েল চৌধুরী ও পার্কচেষ্টার রিয়েলিটির কর্ণধার সালেউদ্দিন সাল।
ক্লাবের সাবেক সহ সভাপতি হাবিব রহমান ও সাবেক সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ সহ বনভোজন অনুষ্ঠানে অন্যান্য সদস্যদের মধ্যে আবিদ রহমান, ড. কনক সরোয়ার, সাদিয়া খন্দকার, উনজিলা নেফারতিতি দিমা, এমদাদ চৌধুরী দিপু, দিদার চৌধুরী, মোহাম্মদ আব্দুল আহাদ, শেলী জামান খান, সানাউল হক, ইকবাল মাহমুদ, হুমায়ুন কবীর, আফরোজা ইসলাম, সৈয়দ জহির আহমেদ আজাদ ও রাশিদা আক্তার যোগ দেন।
অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন সরকার, অর্থ সম্পাদক রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, প্রচার ও দপ্তর সম্পাদক মাহাথীর ফারুকী, কার্যকরী সদস্য রশওন হক, এস এম জাহিদুর রহমান, আবিদুর রহিম ও মুস্তাফিজুর রহমান।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.