হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
দিন যত যাচ্ছে প্রায় সবকিছুই ডিজিটাল হয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে আস্তে আস্তে পর্যায়ক্রমে বন্ধ হতে যাচ্ছে কাগজের চেক। এর পরিবর্তে চালু হবে সরাসরি ডিপোজিট। ইতিমধ্যে অনেক সংস্থা, প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি খাতে ইলেকট্রনিক পেমেন্ট শুরু হয়েছে।
সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে বিষয়টি জানানো হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। এরপর আর কাগজের চেক ইস্যু করবে না এবং ডাকযোগে প্রেরণ করবে না।
এখন যারা কাগজের চেক নিচ্ছেন, সোশ্যাল সিকিউরিটি ডিপার্টমেন্ট থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সোশ্যাল সিকিউরিটি অথরিটি থেকে বলা হয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর, নির্বাহী আদেশ ১৪২৪৭ অনুসারে, আমেরিকার ব্যাংক অ্যাকাউন্টে এবং সেখান থেকে অর্থ প্রদান আধুনিকীকরণ, ফেডারেল সুবিধা প্রদান প্রাথমিকভাবে ইলেকট্রনিকভাবে জারি করা হবে।
বেশির ভাগ ক্ষেত্রে কাগজের চেক পর্যায়ক্রমে বন্ধ করা হবে। অর্থ প্রদানে ব্যাঘাত রোধ করার জন্য বর্তমানে কাগজের চেক গ্রহণকারী সুবিধাভোগীদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের সময়সীমার আগে ইলেকট্রনিক পেমেন্ট বিকল্পগুলোতে সুইচ করতে উৎসাহিত করা হচ্ছে। এ জন্য পেপার চেক ইনসার্ট দেখারও পরামর্শ দেওয়া হয়েছে।
ইলেকট্রনিক পেমেন্টের প্রয়োজনীয়তা থেকে অব্যাহতির জন্য অনুরোধকারী সুবিধাভোগীদের অবশ্যই ১-৮০০-৯৬৭-৫০৪২ নম্বরে কল করে মার্কিন ট্রেজারিতে একটি দাবিত্যাগ দাখিল করতে হবে। এই পরিবর্তনের সঙ্গে সুবিধাভোগীদের সহায়তা করার জন্য এবং যেকোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এসএসএ টেকনিশিয়ানরা রয়েছেন, তারা প্রশ্নের উত্তর দেবেন।
আরও পড়ুনঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ২০২৫ইংউদযাপন উদালিয়াতে
আরও বলা হয়েছে, ইলেকট্রনিক পেমেন্ট কাগজের চেকের তুলনায় উল্লেখযোগ্য সুবিধা প্রদান করে, যার মধ্যে রয়েছে তহবিলের দ্রুত অ্যাক্সেস, বর্ধিত নিরাপত্তা এবং বৃহত্তর সুবিধা। অর্থ প্রদান সরাসরি একটি ব্যাংক অ্যাকাউন্টে বা একটি প্রিপেইড ডেবিট কার্ডে জমা করা হয়, যা ডাকযোগে বিতরণের জন্য অপেক্ষা করার বা ব্যাংকে যাওয়ার প্রয়োজনীয়তা নেই।
ইলেকট্রনিকভাবে ফেডারেল বেনিফিট পেমেন্ট পাওয়ার দুটি সহজ উপায় রয়েছে। এই ব্যাপারে বলা হয়, একটি চেকিং বা সঞ্চয় অ্যাকাউন্টে সরাসরি জমা হবে। বয়স্ক, বেঁচে থাকা এবং প্রতিবন্ধী বিমা (ওএএসডিআই) সুবিধাভোগীরা সরাসরি জমার তথ্য পরিচালনা করতে এবং সুবিধার বিবরণ অ্যাক্সেস করতে সোশ্যাল সিকিউরিটি অনলাইন অ্যাকাউন্ট ব্যবহার করতে বা সাইনআপ করতে পারবেন।
সম্পূরক নিরাপত্তা আয় (এসএসআই) প্রাপক এবং আন্তর্জাতিক সুবিধাভোগীরা সহায়তার জন্য ১-৮০০-৭৭২-১২১৩ নম্বরে কল করতে পারেন। আরও বলা হয়, ডাইরেক্ট এক্সপ্রেস কার্ড, যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই, তাদের জন্য একটি নিরাপদ এবং সুবিধাজনক প্রিপেইড ডেবিট কার্ড বিকল্প। নথিভুক্ত করতে ১-৮০০-৩৩৩-১৭৯৫ নম্বরে কল করতে হবে অথবা www.usdirectexpress.com দেখতে হবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.