জেলা প্রতিনিধি,(নওগাঁ)
যারা জোগায় ক্ষুধার অন্ন,আমরা আছি তাদেরি জন্য। নওগাঁর বদল গাছীতে অনুষ্ঠিত হয়েছে কৃষিভিত্তিক অনুষ্ঠান পার্টনার কংগ্রেস প্রকল্প সভা।
কৃষি প্রধান বাংলাদেশের প্রায় অর্ধেক জনগণ কৃষক। কৃষকদের কৃষি ক্ষেত্রে বিভিন্ন আধুনিক প্রযুক্তি, উন্নত বীজ সার ব্যবহারে প্রশিক্ষণ, পরামর্শ দিয়ে এগিয়ে না নিতে পারলে এবং উৎপাদিত পণ্য সংরক্ষণ, বাজার জাত করন সম্পর্কে অবহিত করন করতে না পারলে কৃষি বিপ্লব সম্ভব নয়।
বাংলাদেশের কৃষকের ভাগ্যের মান উন্নয়নের লক্ষ্যে কৃষক পর্যায়ে সহজে সেবা পৌঁছে দিতে ২০২৩ সাল থেকে শুরু হয়েছে কৃষি বিষয়ক প্রকল্প পার্টনার কংগ্রেস। এই প্রকল্পের কার্যক্রম চলবে ২০২৮ সাল পর্যন্ত।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দেশের ৬৫ টি জেলার ৪৯৫ উপজেলায় চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই প্রথম বদলগাছী উপজেলায় ৩৯ টি পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে তাদের কার্যক্রম শুরু করেছে।
এপর্যায়ে একজন ভালো মানের কৃষক বা প্রশিক্ষিত কৃষক অন্য কৃষককে ভালো পরামর্শ দিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে সহায়তা করবেন।সম্মিলিত ভাবে কৃষকদের এগিয়ে নিতে পারলেই কৃষি বিপ্লব সম্ভব।
২৭মে সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ আবুল কালাম আজাদ, উপ পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ।
বদল গাছী উপজেলা কৃষি অধিদপ্তর কতৃক আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কৃষিবিদ সাবাব ফারহান, কৃষি কর্মকর্তা বদল গাছী,নওগাঁ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছাঃ আতিয়া খাতুন সহকারী ভূমি কমিশনার বদল গাছী,নওগাঁ।
এছাড়া উক্ত কৃষক সম্মেলনে উপস্থিত ছিলেন, এলাকার কৃষক, বিশিষ্ট ব্যক্তি বর্গ ও সাংবাদিক বৃন্দ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.