বগুড়ার আওয়ামী লীগ নেতা আবু ওবায়দুল হাসান ববি ঢাকা থেকে গ্রেফতার
মোস্তফা আল মাসুদ, বগুড়া।
বগুড়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ওবায়দুল হাসান ববিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া আবু ওবায়দুল হাসান ববি (৫৬), বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা এলাকার মৃত ইসহাক আলীর ছেলে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আবু ওবায়দুল হাসান ববিকে আমরা ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।”
ডিবি সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা, নাশকতা ও হত্যার দায়ে দায়ের করা ১২টিরও বেশি মামলার এজাহারনামীয় আসামি তিনি। এর মধ্যে হত্যা, মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা তদন্তাধীন এবং কয়েকটি মামলা ইতিমধ্যেই আদালতে বিচারাধীন রয়েছে।
ডিবির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার একটি টিম শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা মেট্রোপলিটন এলাকার গুলশান থানার অধীনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.