রোকেয়া ভ্রাম্যমান প্রতিনিধিঃ
বগুড়া গাবতলীতে জমি জবর দখলের চেষ্টা ভূমি অফিসে লিখিত অভিযোগে বলা হয়েছে নশিপুর মৌজার ১২২৩ নাম্বার এম আর খতিয়ানে ৯১৮০দাগে২২শতক মোফাজ্জল এর নামে ৭৪২৯নাংডিপি প্রস্তুত আছে উত্তম মোফাজ্জল হোসেনের ৯১৮০দাগে১৩শতক৷
তার স্ত্রী রাশেদা বেগুন কে ১০৩৯২হেবা দলিল করে দেনরপরবর্তীতে মোছাঃ রাশিদা বেগুন ১৩৮৫(৯-১)২০২২_২২নামজারি মোতাবে ৩শতক সহ মোট ১৩ শতক জমির নামে খারিজ করেন পরবর্তীতে মোফাজ্জল হোসেন বাকি ৮শত বোনের অংশ জমি কেনেনেই করাই করেন অবৈধভাবে জবর দখলের চেষ্টার ঘটনায় গাবতলী উপজেলা ভূমি ও বগুড়া পুলিশ সুপার ও বাগবাড়ি তদন্ত কেন্দ্রে কর্মকর্তার কাছে ১২-৮-২৫ইংএকটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার নশিপুর ইউনিয়নের ধনুর রোড বাগবাড়ি গ্রামের মৃত মোফাজ্জল সিংগা সিদার মেয়ে মোছাঃ মাফিয়া নশিপুর মৌজায়সিএসনাং৯৪৫এম, আর,খতিয়ান নাং১৩২৩ডিপিখতিয়ানং৪৯১০সাবেকদাগনাং৯১৮০/হাল১৩৯৭১ জমি পরিমান ২২শতক কিন্তু পুনরায় আবার ওই জমিতে ২-৯-২৫ইং রাতের বেলা একই গ্রামের মোঃবেলাল হোসেন পিতা ফয়জাল রহমান, মোঃ ফিরোজ সরকার
পিতাঃমৃত্যু জালু সরকার ছাত্র লীগ নেতা মোঃরাসেল পিতাঃমোঃ ফিরোজ সরকার, সহ কতিপয় ব্যক্তি রাতে ট্রাক দিয়ে বালু মাটি ফেলে অবৈধভাবে দখলের চেষ্টা করে বিভিন্ন ভাবে ভয় দেখা ওই জমির জোর পূর্বক জবর দখলের অপচেষ্টা চালায় ।
ছাত্র লীগ নেতা রাসেল, বলে আমরা ওই জমি দখল করব পারলে তোরা ঠেকাস এ সময় বাধা দিলে তাদের কে বিভিন্ন ভয়-ভীতি দেখাইয়া চলে যায় এ বিষয়ে গাবতলী ভূমি অফিসে কাছে ফোন দিলে মাহাদয় বলেন এই ধরনের একটি অভিযোগ পাওয়া গেছে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.