ডেস্ক রিপোর্টঃ
হামাসের সশস্ত্র শাখা এবং আরেকটি ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী কর্তৃক পোস্ট করা গাজায় আটক ইসরাইলি জিম্মিদের ভিডিওগুলোকে ‘ঘৃণ্য’ বলে শনিবার নিন্দা জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোঁ-নোয়েল বাহো ।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।বাহো এক্স-এ এক পোস্টে হামাস গাজায় ৬৬৬ দিন ধরে আটক ইসরাইলি জিম্মিদের ঘৃণ্য, অসহনীয় ছবি প্রকাশের নিন্দা জানিয়েছেন।
তিনি পোস্টে লিখেছেন, ‘তাদের অবশ্যই শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে’। হামাসকে নিরস্ত্র করতে হবে এবং গাজা শাসন থেকে বাদ দিতে হবে।’
তিনি গাজার জনগণের কাছে বিপুল পরিমাণে মানবিক সহায়তা সরবরাহেরও আহ্বান জানিয়েছেন ওই পোস্টে।
ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের সশস্ত্র শাখা শুক্রবার এক মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইসরাইলি ওই জিম্মিকে একটি সরু কংক্রিটের সুড়ঙ্গের ভেতরে দেখা গেছে।
বৃহস্পতিবার, ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা হামাসের ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামলার সময় অপহৃত এক ইসরাইলি-জার্মান জিম্মির একটি ভিডিও প্রকাশ করেছে।
ভিডিওগুলো প্রকাশের ফলে ইসরাইলিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আরও পড়ুনঃ সিবিআইইউ’র আইন বিভাগের চেয়ারম্যান হলেন জামালগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক গোলাম মওলা
ইসরাইলের শীর্ষ জেনারেল, সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির শনিবার সতর্ক করে বলেছেন, যদি আলোচনার মাধ্যমে দ্রুত জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে ব্যর্থ হয় তবে গাজায় যুদ্ধ বন্ধ হবে না।
২০২৩ সালের হামলায় মোট ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল। এর মধ্যে এখনও ৪৯ জন গাজায় বন্দি আছে। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এদের মধ্যে ২৭ জন ইতোমধ্যেই নিহত হয়েছে।
সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে করা হিসাব অনুযায়ী, ২০২৩ সালে হামাসের হামলায় ১হাজার ২শ’ ১৯ জন নিহত হয়, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
সেনাবাহিনীর মতে, গাজায় স্থল সেনা পাঠানোর পর থেকে মোট ৮শ’ ৯৮ জন ইসরাইলি সেনাও নিহত হয়েছে।
জাতিসংঘের মতে, হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গাজায় ইসরায়েলের অভিযানে গাজায় কমপক্ষে ৬০ হাজার ৩শ’ ৩২ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.