আরিফুল ইসলাম মহিন, প্রতিনিধি খাগড়াছড়ি :
খাগড়াছড়ির জেলার পানছড়িতে বিদ্যুৎ সরবরাহের ব্যাপক অনিয়ম, মিটার রিডিং এর তুলনায় অধিক বিল নিয়ে জনমনে অসন্তোষ ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিনিয়তই অভিযোগ, টাকা হলেই মিলে বিদ্যুৎ টান্সফরমার ও বিদ্যুৎ সংযোগ। টাকার অভাবে সদর সংলগ্ন ফাতেমা নগরে পায়নি বিদ্যুৎ । ফ্যাসিস্টদের ভুত এখনো পানছড়িতে।
রবিবার ( ২০ জুলাই ) সকাল ১০ টায় পানছড়িতে বিদ্যুৎ সরবরাহের ব্যাপক অনিয়ম, মিটার রিডিং এর তুলনায় অধিক বিল নিয়ে অসন্তুোষ প্রকাশ করে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে পানছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগ ঘেরাও করে।
হিসাব মতে, পানছড়ি বিউবো-র আওতায় সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান , ক্ষুদ্র শিল্প, বানিজ্যিক ও আবাসিক গ্রাহক সহ প্রায় ১৫ হাজার। বিদ্যুৎ সরবরাহকৃত এলাকা সমুহের মধ্যে পানছড়ি সদর সহ দুধক ছড়া, লোগাং, জগত মোহন পাড়া, তারাবন, চেঙ্গী, দমদম অক্ষয়পাড়া, লতিবান,পাইয়্যং পাড়া, মরাটিলা,
আরও পড়ুনঃ বান্দরবানের লামায় এনসিপি কে অবাঞ্ছিত ঘোষণা ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত
মাটিরাঙ্গা উপজেলার যামিনী পাড়া,তাইন্দং, তানৈক্য পাড়া, নোয়াপাড়া সহ বেশ কিছু এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের সাথে কথা বললে, মিটার না দেখে রিডিংয়ের অতিরিক্ত বিল, নতুন সংযোগে অতিরিক্ত টাকা, অবৈধ সংযোগ, সহকারী প্রকৌশলী মীর চঞ্চল আলীর নিজস্ব বাহিনীর হুমকি দমকি সহ গ্রাহকদের নানা ভোগান্তির কথা উঠে আসে।
অস্থায়ী শ্রমিক মিটার রিডার উজ্জয়ন চাকমা সহ কয়েকজন বলেন, আমরা সঠিক মিটার রিডিং অফিসে জমা দিলেও অফিস থেকে রিডিং বাড়িয়ে দেয়। তাতে আমাদের করার কিছু থাকে না।
আরও পড়ুনঃ মানিকছড়ি সোহেল হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী মংসানুসহ ৭ জনকে আটকে সক্ষম হয়েছে যৌথবাহিনী
সহকারী প্রকৌশলী মীর চঞ্চল আলীর কাছে বিষয়টি জানতে চাইলে বলেন, এটা অতিরিক্ত বিল করা হয়েছে। সিস্টেম লস কমানোর জন্য এমন হয়েছে। সরকারী এমন কোন নিয়ম আছে কিনা জানতে চাইলে বলেন, " না এমন কোন নিয়ম নাই।"
উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকার প্রদীপ ত্রিপুরা জানায়, বিদ্যুৎ বিভাগের অনিয়মের সুরাহা না পেয়ে কিছুদিন আগেও মরাটিলায় গ্রাহকদের অতিরিক্ত বিল আসায় জনসাধারণ কর্তৃক পানছড়ি বিদ্যুৎ অফিসের সহকারী প্রকৌশলী মীর চঞ্চল আলী সহ ০৪ জনকে পিটিয়ে আহত করে।
তানৈক্য পাড়ায় নতুন সংযোগ গ্রহনকারী কবির আহাম্মদ, ছায়েদ আলী,এমরান সহ ৬/৭ জনের সাথে কথা হয়। তারা জানান, বৈদ্যুতিক তার আনুষাঙ্গিক মালামাল কিনে দেয়। কাজের শ্রমিক খরচ ছাড়াও শুধু সরকারী প্রি পেইড কার্ড মিটার, সংযোগ আবেদন , ইস্টিমিট জমা বাবদ নেওয়া হয়েছে ১২ হাজার টাকা।
আরও পড়ুনঃ ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ-২০২৫ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিঙ্গেল ২৫/ ৫০ কেভি বৈদ্যুতিক টান্সফরমার বসিয়ে নেওয়া হচ্ছে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। আর এসব কাজে সহযোগিতা করেন সহকারী প্রকৌশলী চঞ্চল মীর আলীর মনোনীত ব্যক্তি আইনুল ইসলাম, আব্দুল কাদের, আবুল হোসেন, আব্বাস উদ্দিন বালু সহ বেশ কয়েকজন।
বৈদ্যুতিক নতুন সিঙ্গেল ট্রান্সফরমার লাগানো হয় নোয়াপাড়া, মরাটিলা, পাইয়্যংপাড়া, লোগাং, চেঙ্গী এলাকায়। সেখানকার বেশ কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক বলেন, নিজ এলাকা দিয়ে ১১ হাজার ভোল্টের লাইন থাকলেও ছিলো না ২২০ ভোল্ট বিদ্যুৎ সংযোগ।
দীর্ঘদিন যাবৎ বারবার আবাসিক ও নির্বাহি প্রকৌশলী বরাবর আবেদন করেও ট্রান্সফরমার ও বিদ্যুৎ সংযোগ পাই নাই। পরে প্রথমে ২ লাখ টাকা চায়, দর কষাকষিতে লাখ টাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার লাগিয়ে দেয়। জনমনে অসন্তুোষ ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণ-২০২৫ উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিদ্যুৎ বিভাগের অনিয়ম নিয়ে অফিস ঘেরাও কারীদের মধ্যে সন্তোষ চাকমা, আব্দুল আলী,আব্দুল খালেক, জহর লাল চাকমা, চিজি মনি ত্রিপুরা সহ বেশ অনেকে জানান, বিল অনিয়মের সমাধান না হলে প্রযোজনে কঠোর কর্মসুচি গ্রহন করবেন । এ নিয়ে উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা সভায় একাধিক বার উপস্থাপিত হলেও কোন সমাধান হয়নি বলেও জানান।
পরবর্তীতে পানছড়ি থানার এসআই রাকিব হোসেন ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও কারীদের সমাধানের আশ্বস্থ করে ,উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের নিকট লিখিত অভিযোগ নিয়ে নিজ নিজ বাড়িতে ফেরৎ পাঠান।
পানছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী আহসান উল্লাহ কর্মস্থলে না থাকায় মোবাইল ফোনে যোগাযোগ করলে,তিনি ট্রেনিং-এ আছেন । কর্মস্থলে এসে একটা ব্যবস্থা করবেন বলে জানান।
এ বিষয়ে খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহি প্রকৌশলী ফয়জুল আলেম আলীর কাছে মোবাইল ফোনে জানতে চাইলে, তিনি সকল কথা শুনে মিটিং-এ আছি বলে কলটি কেটে দেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.