পাভেল ইসলাম মিমুল, স্টাফ রিপোর্টারঃ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে(এলজিইডি)রাজশাহী স্বৈরশাসকের আস্থাভাজন রাজশাহী (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম এখনও লোভনীয় পদে বসে আছেন,তার খুঁটির জোর কোথায়?।
গত ৫ই আগস্ট এর পর তিনি বিগত আওয়ামী সরকারের আরেক দোসর প্রধান প্রকৌশলী গোপালকৃষ্ণ দেবনাথ গোপালগঞ্জ বাড়ি তার সুপারিশে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে পদ বাগিয়ে নিয়েছেন দাপুটেএ প্রকৌশলী।
সেই ক্ষেত্রে নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের,নাম উল্লেখযোগ্য।সে জয় বাংলার শ্লোগানে বিশ্বাসী হলেও বর্তমান খোলস পাল্টিয়ে ফেলেছেন।
আরও পড়ুনঃ নেত্রীকে কুপ্রস্তাব এনসিপি নেতা তুষারের! অডিও ফাঁস নির্ঝরের
সূত্র জানায়,ফ্যাসিবাদের দােসর নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে।প্রকল্প থেকে মোটা অঙ্কের অর্থ লুটের টাকায় সব ম্যানেজ করে ফেলেছেন বলে সূত্র জানায়।
ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ করে পলায়নের পর দেশের অন্য সব সরকারি দপ্তর,অধিদপ্তরের ন্যায় এলজিইডিতেও চলছে চরম বিশৃঙ্খলা। এর নেপথ্যে কাজ করছেন শেখ হাসিনার মদদপুষ্টরা।শেখ হাসিনার পতনের দশ মাসেও তার বিরুদ্ধে দৃশ্যমান কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
রাজশাহীতে বদলি হয়ে আসার পর তিনি বিভিন্ন অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা নিয়ে তৎপর হয়ে ওঠেন।আ.লীগ পন্থি ঠিকাদারদের সুবিধা দিয়ে যাচ্ছেন রাতের অন্ধকারে গোপনে তাদের সাথে বৈঠক মিটিং করছেন এবং বড় বড় কাজগুলি তাদের নামে চুক্তি করছেন অনিয়মের মাধ্যমে।
গত( ২৯ এপ্রিল ২০২৫)রোজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত রাজশাহীর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে ঝটিকা অভিযান চালায় দুদকের একটি টিম।দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন অভিযান শেষে বলেন, আমাদের কাছে অভিযোগ ছিল ঠিকাদারদের বিল প্রদানের ক্ষেত্রে এক্সট্রা কমিশন অর্থাৎ ঘুষ নেওয়া হচ্ছে। আমরা অফিসে নথিপত্র যাচাই করলাম, ঘুষের বিষয়ে তাৎক্ষণিক প্রমাণ পেয়েছি। তবে প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদার কাজ পেলেও অন্য লোক কাজ করছে, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এ অনিয়ম হচ্ছে।
তিনি আরও বলেন, প্রচলিত আইন অনুযায়ী একটা কাজ যে ঠিকাদার পাবেন তারই দায়িত্ব কাজটা শেষ করা। কিন্তু চুক্তিবদ্ধ ঠিকাদার কাজ না করে যখন তৃতীয় বা চতুর্থ ব্যক্তি দিয়ে করাচ্ছেন সেটা তো অনিয়ম। কাজ হস্তান্তরটা অপরাধের মধ্যেই পড়ে।
রাজশাহী এলজিডি নির্বাহী প্রকৌশলী এখনো বহাল তবিয়তে নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম শত দুর্নীতির পরও এখনো দায়িত্ব পালন করছেন রাজশাহী ঠিকাদারদের অভিযোগ এবং দুর্নীতি দমনের অভিযানের পরও কিভাবে দায়িত্ব পালন করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই তাহলে কি তার আওয়ামী লীগের শিকড় এখনো দেশের ভিতরে অবস্থান করছে।
এ ব্যাপারে তারা এলজিইডির প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিবের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে রাজশাহী এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি প্রতিবেদকের ওপর চড়াও হয়ে উঠেন এবং এ ব্যাপারে আমি কোন বক্তব্য দিবোনা বলে ফোন কেটে দেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.