পলাশ তালুকদার ঃ-
অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা বিদেশি শক্তি এবং পতিত আওয়ামী স্বৈরাচারের দোসরদের সহযোগিতায় আগামী ফেব্রুয়ারির নির্বাচন পেছানোর ষড়যন্ত্রে এখনও লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
রবিবার (২৯ জুন) পল্লবী থানা ও রূপনগর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, "নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতেই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে এবং বাংলাদেশ গড়বে একটি মানবিক রাষ্ট্র। এই মানবিক বাংলাদেশের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।"
আওয়ামী শাসনের সমালোচনা করে আমিনুল হক বলেন, "গত ১৭ বছর ধরে সত্য বলার কারণে জনগণ নির্যাতনের শিকার হয়েছে। এই সময়ে দেশের মানুষের ওপরে আওয়ামী স্বৈরাচার সরকারের কোনো আস্থা ছিল না। বরং জনগণের অধিকার হরণ করে দেশে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের মত ও চাহিদার ভিত্তিতেই পরিচালিত হয় এবং হবেও। আওয়ামী দোসরদের দলে স্থান দিলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে নতুন সদস্য সংগ্রহে আমরা সেইসব ভালো মানুষদের দলে আনতে চাই, যাদের সমাজে গ্রহণযোগ্যতা রয়েছে।"
মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে আমিনুল হক বলেন, "মাদক যুবসমাজকে ধ্বংস করছে। একটি একটি করে পরিবার ধ্বংস হচ্ছে। যারা মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত, তারা এখনই ভালো হয়ে যান—নইলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুস্থ জাতি গড়তে পরিবর্তন আবশ্যক।"
পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান ও রূপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক এর সভাপতিত্বে বক্তব্য দেন মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), গাজী রেজাউনুল হোসেন
রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মুহাম্মদ ইউসুফ, মোঃ শাহ আলম, মহানগর সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর উত্তর এর সদস্য হাফিজুর রহমান শুভ্র, শামীম পারভেজ, নূরুল হুদা ভূইয়া নূরু, জিয়াউর রহমান জিয়া, ইব্রাহিম খলিল, সাজ্জাদ হোসেন মোল্লা, হাজী নাসির উদ্দীন, মাহাবুবুর রহমান, এম এস আহমাদ আলী, মনিরুল আলম রাহিমী, তাসলিমা রিতা,ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আমজাদ হোসেন মোল্লা
আরও পড়ুনঃ তরুণ জোহরান মামদানির রাজনৈতিক উত্থানে বিশ্বজুড়ে আলোড়ন
এছাড়াও পল্লবী থানা বিএনপি যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী, মোকছেদুর রহমান আবির, আনিসুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, বেল্লাল হোসেন, পল্লবী থানা বিএনপি সাবেক সহসভাপতি মাহফুজুর রহমান সুমন, হাজী মোঃ তৈয়ব, রূপনগর থানা বিএনপি যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, আলী আহমেদ রাজু, অলিউল হাসানাত তুহিন, থানা বিএনপি সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, সাবেক যুবদলের সভাপতি জাহাঙ্গীর কবির জন,২ নং বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মাস্টার,
৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী বাদশা মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান মামুন,সাধারণ সম্পাদক খোকন, ৯২ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান রূপনগর থানা যুবদলের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল সভাপতি হারুন অর রশিদ প্রমুখ।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.