বাংলাদেশের কাগজ.কম: সু-শিক্ষিত জাতি মানেই স্বশিক্ষিত। এই সু-শিক্ষার গোড়াপত্তন হয় পরিবার থেকেই। আর এই পরিবারের প্রধান হলো পিতা-মাতা। তারা সবসময়ই নিজের সন্তানকে সফলতার স্বর্ণশিখরে দেখতে চায়। যারা বাবা মায়ের আদর্শ বুকে নিয়ে তাদের দেখানো পথে এগিয়ে যায় তারাই সবটুকু সফলতার ছোয়া পায়। ফেনী-০৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর জৈষ্ঠ্য পুত্রের বেলায়ও তার ব্যাতিক্রম ঘটেনি। বাবা মায়ের স্বপ্ন পূরনের প্রত্যাশায় সুদূর আমেরিকায় দীর্ঘ ৫ বছর যাবৎ অধ্যয়নরত রয়েছেন। সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহর জৈষ্ঠ্য পুত্র আব্দুল্লাহ আল মামুন পারভেজ আমেরিকার কানেকশিকাট ষ্টেটের নিউ ব্রিটেন শহরের সেন্ট্রাল কানেকশিকাট ষ্টেট ইউনিভার্সিটি থেকে স্পেশিয়ালাইজেশন ম্যানুফেকচারিং এর সাথে ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং এ বিএসসি করেন। তার এবং তার সহপাঠিদের গ্রেজুয়েশনের উপলক্ষ্যে উক্ত বিশ্ববিদ্যালয়ের ১৮ই মে সংবর্ধনার আয়োজন করা হয়েছে। উক্ত সংবর্ধনায় অংশগ্রহন করতে আব্দুল্লাহ আল মামুন পারভেজ এর পিতা ফেনী-০৩ আসনের সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ গত ১৩ মে আমেরিকা গমন করেন। সেই সাথে সাবেক সাংসদ হাজী রহিম উল্যাহ তার বড় ছেলে আব্দুল্লাহ আল মামুন পারভেজের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আগামী ২১ই মে দেশে ফেরার কথা রয়েছে এই সাবেক সাংসদের।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.