বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দূর্গম ভাজা পাড়া এলাকার মেয়ে ছাইনুমে মারমা ২০২৪-২৫ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হয়েও পড়াশুনা অনিশ্চিত হয়ে পড়েছে। আর্থিক সংকটের কারণে তার পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানিয়েছে ছাইনুমে মারমা ও তার পরিবার।
এমতাবস্থায়, ছাইনুমে মারমার পাশে দাঁড়িয়েছে পাহাড়ের সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় নিবেদিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা শাখা।
আজ (৩০/০৭/২০২৫) বুধবার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের দূর্গম ভাজা পাড়া এলাকায় ছাইনুমে মারমার বাড়িতে গিয়ে আর্থিক সহযোগিতা ও তার অদম্যতার প্রশংসাস্বরুপ ক্রেস্ট তুলে দেন ছাত্র পরিষদ বান্দরবান জেলার সভাপতি ছাত্রনেতা আসিফ ইকবাল। এ সময় ছাত্র পরিষদ লামা উপজেলার সাধারণ সম্পাদক আরমান হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্র পরিষদ সভাপতি আসিফ ইকবাল বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ সূচনালগ্ন থেকে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে পাহাড়ের সকল সম্প্রদায়ের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে এবং যেকোনো সংকটে পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।
তাই আমরা ছাইনুমে মারমার পড়ালেখার অনিশ্চয়তার খবর শুনে বান্দরবান থেকে তার বাড়িতে এসে তার পাশে দাঁড়িয়েছি। তার এবং তার পরিবারের সমস্ত অভাব অনটন ও ছাইনুমের স্বপ্ন জয়ের গল্প শুনেছি। তার এহেন সাফল্যে আমরা বান্দরবানবাসী গর্বিত এবং আনন্দিত। আমরা আগামীতেও তার যে কোনো বিপদে, সংকটে সহযোগিতা অব্যাহত রাখবো। ছাইনুমে মারমা দূর্গম এলাকা থেকে শত প্রতিকূলতা মাড়িয়ে যে সাফল্য অর্জন করেছে তা পাহাড়ের প্রতিটি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণাদায়ক।
আসিফ ইকবাল আরো বলেন, পাহাড়ের নির্দিষ্ট কয়েকটি সম্প্রদায় ব্যতীত অধিকাংশ সম্প্রদায়ের মানুষ বৈষম্য ও বঞ্চনার শিকার, যার উদাহরণ ছাইনুমে মারমা। অদ্যম এই পাহাড়ী কন্যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তার পড়ালেখা এখন অনিশ্চয়তার কিনারায়।
কয়েকটি সম্প্রদায় সকল সুযোগ সুবিধা ভোগ করার কারণে নিরীহ পাহাড়ী ও বাঙালী জনগোষ্ঠী তা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা সকল বৈষম্য দূর করে সকল জাতি-গোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করে একটি শান্তির পার্বত্য চট্টগ্রাম প্রতিষ্ঠা করতে চাই।
আরও পড়ুনঃ কালীগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত।
ছাইনুমে মারমা তার পরিবারের আর্থিক সমস্যার কারণে ছোটকাল থেকে পড়াশোনা করেছে খুব কষ্টে খেয়ে না খেয়ে। ২০২২ সালে হারবাং শাক্যমুনি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়ে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছিল ছাইনুমে মারমা।
অথচ ওই দুর্গম এলাকা থেকে পড়ালেখা করাটা তাদের জন্য চ্যালেঞ্জিং ও স্বপ্নের মতো ছিল। পরে ২০২৪ সালে বান্দরবান সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হয়।
এইচএসসি পরীক্ষা উত্তীর্ণের পর ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একই সঙ্গে ভর্তির সুযোগ পায়। পরে পছন্দের সাবজেক্ট আইন বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়; কিন্তু আর্থিক সমস্যার কারণে সেখানে পড়াশোনা এবং থাকা খাওয়া প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে তার।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.