প্রলয় প্রতিশোধ-
আসাদুজ্জামান খান মুকুল
এরা মানুষের সন্তান নয়--
কোনো মায়ের কোলের আর্শীবাদ হয়ে এরা জন্মায়নি,
এরা অন্ধগলির আঁধারে, কুলাঙ্গারের লালসার কুখ্যাত ফসল।
যাদের রক্তে মিশে আছে, দম্ভের কালি, লোভের বিষ।
তাদের চোখে খুঁজি আলো-- পাই না,
পাই না করুণা, পাই না কোনো মানবিক দৃষ্টি।
দেখি কেবল শিকার খুঁজে বেড়ানো হায়েনার ক্ষুধা।

এই বাংলার মাটিতে লালচাঁদের রক্ত ঝরে,
যেন ওই নরপশুরা মানুষের প্রাণ নিয়ে খেলার মাঠে ফুটবল খেলছে।
কত সহজে টাকার লোভে ওরা পাথর ছুড়ে, বুক বিদীর্ণ করে,
কত সহজে সুনামকে গলিয়ে দেয় নোংরা রাস্তার ড্রেনে।
আর আমরা তাকিয়ে থাকি ভীরু চোখে, স্তব্ধ ঠোঁটে।
কিন্তু না, আর নয় এই নীরবতা --
নীরবতার প্রাচীর চূর্ণ করে উঠুক প্রতিবাদের বজ্রধ্বনি--
আরও পড়ুনঃ এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায়
" তাদের জন্য আদালতের বারান্দা নয়, ন্যায়ের মঞ্চে দাঁড়িয়ে সাজুক ফাঁসির মঞ্চ!"
এরা কারো সন্তান নয়, এরা কার্তিকের কুকুরের বীর্য থেকে জন্ম নেওয়া অভিশাপ !
তাদের হাত ভেঙে দাও, যারা মৃত লাশে পাথর ছুঁড়ে উল্লাস করে।
তাদের বুক চিরে দাও,
যাদের নিঃশ্বাসে ঘোরে চাঁদার নেশা।
আমি চাই, প্রতিটি শহরের প্রতিটি দেয়াল লিখে দিক লাল অক্ষরে--
" এখানে খুনের রাজত্ব চলবে না, এখানকার সিংহাসন ন্যায়ের।"
যেন আগামী ভোরের সূর্য ওঠে শুধু মানুষের হাসিতে,
আর কোনো মায়ের হাহাকারে নয়।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.