
প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডাকুয়া জহিরের নেতৃত্বে আন্তর্জাতিক পরিসরে তিন দিনব্যাপী মহাআয়োজন
বিশেষ প্রতিনিধি | আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও অবদানকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে গ্রিসের রাজধানী এথেন্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৬। আগামী ১২, ১৩ ও ১৪ জুন ২০২৬—এই তিন দিনব্যাপী মর্যাদাপূর্ণ আয়োজনটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এই বিশাল আন্তর্জাতিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ও নেতৃত্বদাতা হচ্ছেন ইউরোপের সুপরিচিত কমিউনিটি লিডার, মানবিক সংগঠন HARA-এর প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং Athens Chamber of Commerce (Tradesmen)-এর Immigration & International Affairs বিভাগের প্রেসিডেন্ট ডাকুয়া জহির। প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, অধিকার ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘদিনের নিরলস কাজ এবং আন্তর্জাতিক পরিচিতি এই আয়োজনকে দিয়েছে ভিন্নমাত্রার গুরুত্ব ও গ্রহণযোগ্যতা।
আয়োজক সূত্র জানায়, ডাকুয়া জহিরের সুদৃঢ় নেতৃত্ব, সংগঠকসুলভ দক্ষতা এবং প্রবাসী কমিউনিটির প্রতি গভীর দায়বদ্ধতার কারণেই বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড আজ একটি আন্তর্জাতিক ব্র্যান্ডে রূপ নিয়েছে। ইউরোপ ছাড়াও মধ্যপ্রাচ্য, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করছেন।
এই মর্যাদাপূর্ণ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বাংলাদেশের স্বনামধন্য সামাজিক সংগঠন বিদ্যুৎ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান বিদ্যুৎ চন্দ্র বর্মন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের সম্মান, ঐক্য ও মানবিক মূল্যবোধকে বিশ্বমঞ্চে তুলে ধরতে ডাকুয়া জহির যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। এই আয়োজন আন্তর্জাতিক বাংলাদেশি সমাজের জন্য একটি গর্বের অধ্যায়।
তিন দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হবে এথেন্সের অভিজাত Acharnis Resort-এ। উদ্বোধনী অনুষ্ঠান, অংশগ্রহণকারীদের আবাসন ব্যবস্থা, বর্ণিল সাংস্কৃতিক সন্ধ্যা, গুণী ও প্রবীণ ব্যক্তিত্বদের সংবর্ধনা, আন্তর্জাতিক অতিথিদের সম্মাননা প্রদান এবং বনভোজনসহ সব আয়োজন একই ভেন্যুতে সুচারুভাবে পরিচালিত হবে। আয়োজক কমিটি জানিয়েছে, অতিথিদের নিরাপত্তা, আতিথেয়তা ও সার্বিক সেবায় থাকবে সর্বোচ্চ মানের বিশেষ ব্যবস্থাপনা।
বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ডের মূল উদ্দেশ্য হলো—বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশিদের শ্রম, মেধা ও সামাজিক অবদানকে স্বীকৃতি দেওয়া, তাঁদের সংগ্রামের গল্প দেশ-বিদেশের মানুষের সামনে তুলে ধরা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলা সংস্কৃতির মর্যাদা আরও সুদৃঢ় করা। ইতোমধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে গুণীজন মনোনয়ন কার্যক্রম শুরু হয়েছে এবং বিভিন্ন দেশ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানটি সফল করতে বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মী এবং প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজক ও প্রেসিডেন্ট ডাকুয়া জহির। তাঁর প্রত্যাশা,
বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৬ প্রবাসী বাংলাদেশিদের ঐক্য ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং বাংলাদেশের গুণীজনদের আন্তর্জাতিকভাবে সম্মানিত করবে।
সব মিলিয়ে, গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলা ইউরোভিশন কমিউনিটি অ্যাওয়ার্ড ২০২৬ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য একটি ঐতিহাসিক ও গর্বের আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.