রনজিৎ সরকার রাজ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান আনিসের সাথে ঐ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার আবু হানিফের দীর্ঘদিন থেকে বিরোধ লেগেই আছে মর্মে উভয় পক্ষের সমর্থকদের দাবী এবং এটি বীরগঞ্জের প্রশাসন ও সর্বস্তরের গনমানুষ অবগত।
কেননা ২ বছর পূর্বে চেয়ারম্যান ও মেম্বার চলমান বৈঠকে হাতাহাতি করে এলাকায় ব্যাপক তোলপাড়সহ অস্থিরতা সৃষ্টি করেছিল।
তৎকালীন উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপে শান্তিপূর্ণ আপোষ মীমাংসা করা হলেও প্রতিহিংসার আগুনে জ্বলছে হানিফ মেম্বার, তাই প্রতিশোধ নেয়ার সুযোগ সন্ধানে দীর্ঘদিন প্রহর গুনছিল মেম্বার।
গতকাল ২৬ জুন'২৫ সন্ধ্যার পর খলসী বাজার সংলগ্ন হানিফ মেম্বারের বাড়ির আশেপাশে বাবুল ও দুলুর জমিজমা সংক্রান্ত বিরোধ মীমাংসার জন্য দিনব্যপী জমি পরিমাপের পর উঠান বৈঠক বসে।
আরও পড়ুনঃ বগুড়া গাবতলীতে মহিষাবান ইউনিয়ন সেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ…
সুযোগ সন্ধানী, গণধিকার পরিষদের বহিষ্কৃত উপজেলা সভাপতি ও অনেক পদধারি আবু হানিফ মেম্বার সেখানে ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস কে চলমান বৈঠকে অশ্লীল আশ্রাব্য ভাষায় গালাগাল এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার জন্য ধেয়ে এলে চেয়ারম্যানের সমর্থকরা মৃত আনোয়ার হোসেনের ছেলে ফরিদ আলীসহ অনেকের বাধার মুখে পিছু হটতে বাধ্য হয়।
উত্তেজিত পরিস্থিতিতে কেবলমাত্র তার ছেলে রাজিব ও স্ত্রী রোজিনা সহ কেউই তার পক্ষ অবলম্বন করে নাই।
হানিফ মেম্বার এলাকাবাসীর সহযোগিতায় চেয়ারম্যানকে অবরুদ্ধ করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।
কিন্তু হানিফ, তার স্ত্রী রোজিনা ও ছেলে রজিবুল চেয়ারম্যানের সমর্থক ফরিদ আলী কে মারপিট করে তার পকেট থেকে ২৫ হাজার ও চেয়ারম্যান কে আটকে রেখে তার পকেটের ৭৫ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে চুরির ঘটনায় ফরিদ আলী বাদী হয়ে হানিফ মেম্বারকে প্রধান অভিযুক্ত করে মামলা করেছে।
রাতেই পুলিশ অভিযুক্ত হানিফের বাসায় অভিযান চালালেও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
কিন্তু ফেসবুক লাইভে অভিযুক্ত হানিফ মেম্বার কে তার বাড়ি ঘেরাও করেছিল মর্মে বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ভাসছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ছুটিতে থাকায় ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিন দায়িত্ব পালন করছিলেন।
মেম্বার আবু হানিফ কর্তৃক আনিস চেয়ারম্যান লাঞ্ছিত ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে শত শত নেতাকর্মী সমর্থক সেখানে হাজির হয়ে তাকে উদ্ধার করে সাথে নিয়ে মিছিল করতে করতে থানা গেটে এসে বিক্ষুব্ধ জনতা হানিফ মেম্বারের বিরুদ্ধে বিভিন্ন প্রকার স্লোগান সহ তাকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন।
উপস্থিত বিপুল সংখ্যক জনতাকে শান্তনা দিয়ে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু, ফজলে আলম শাহীন, আলহাজ্ব তানভীর আহমেদ চৌধুরী, শাহজাহান সিরাজ শিপন, আরিফ মাসুম পল্লব, আব্দুল জব্বার সহ অন্যান্যরা।
মারপিট ও চুরির ঘটনায় ফরিদ আলী বাদী হয়ে এজাহার করলে মামলা রেকর্ড করা হয়, যার নম্বর ২২.
অভিযুক্ত মেম্বার আবু হানিফ কে পাওয়া যায়নি তবে তিনি বীরগঞ্জ টিভি নামীয় একটি ফেসবুক পেজে ঘটনার বিষয়ে বর্ণনা দিয়ে ভাইরাল হয়েছেন। বিক্ষুদ্ধ জনতা ও বক্তারা আবু হানিফ নানান অপকর্মের হোতা এবং তার এলাকার মানুষকে অহেতুক হয়রানি করার অভিযোগ করেন।
সে সময় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন সরকার, ইন্সপেক্টর তদন্ত শিহাব উদ্দিন, এসআই জাহাঙ্গীর বাদশা রনি, এএসআই সিরাজুল আওলাদ সুমন ও সকল স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.