পাবনা প্রতিনিধিঃ
পাবনায় অন্তঃসত্ত্বা এক নারীকে ডিভোর্স দিয়ে হয়রানি ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ জুন বুধবার বিকালে প্রেসক্লাব পাবনার হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পাবনার চাটমোহর উপজেলার জাবের খোলা গ্রামের গৃহবধূ জাহানারা খাতুন (৩০) এই হৃদয়বিদারক পরিস্থিতির শিকার হয়েছেন। সাত বছরের এক পুত্রসন্তান এবং গর্ভবতী অবস্থায় স্বামী মো: মোতালেব হোসেন (৫৭) তাকে হঠাৎ করেই ছেড়ে চলে গেছেন। শুধু তাই নয়, পরিবারের মাধ্যমে জাহানারা জানতে পেরেছেন যে তার স্বামী তাকে তালাক দিয়েছেন, যদিও তিনি এ পর্যন্ত কোনো লিখিত তালাকনামা পাননি।
এই অমানবিক আচরণের শিকার হয়ে জাহানারা খাতুন এখন তার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন।
ভুক্তভোগী জাহানারা খাতুন জানান, তিনি তার স্বামীর সঙ্গে সংসার করতে ইচ্ছুক এবং এই কঠিন সময়ে তিনি ধৈর্য ধরে আইনের আশ্রয় নিয়েছেন।
চাটমোহর থানায় অভিযোগ দায়ের করার পরও পুলিশ প্রশাসন থেকে তিনি কোনো কার্যকর সহযোগিতা পাচ্ছেন না। তার অভিযোগ, মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আব্দুর রহিম উল্টো তাকেই নানা ধরনের হুমকি দিচ্ছেন।
দীর্ঘদিন পেরিয়ে গেলেও মামলার আসামি মোতালেব হোসেনকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানান জাহানারা। থানার পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় একজন অন্তঃসত্ত্বা নারী ও তার অনাগত সন্তানের নিরাপত্তা ও অধিকার আজ চরমভাবে প্রশ্নবিদ্ধ।
আরও পড়ুনঃ ময়ৃনসিংহ জেলা গোয়েন্দা শাখা এর অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০১
এই পরিস্থিতিতে জাহানারা খাতুন এবং তার পরিবার দাবিগুলো তুলে ধরেছেন:
১। আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
২। ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করা হোক।
৩। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
৪। নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় স্থানীয় প্রশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপ কামনা করা হচ্ছে।
জাহানারা খাতুন বিশ্বাস করেন যে, গণমাধ্যমই পারে এই অবিচার ও অবহেলার বিরুদ্ধে একটি বৃহৎ জনমত গড়ে তুলতে। তিনি গণমাধ্যমের মাধ্যমে উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান, যাতে একজন নারী ও তার সন্তানের ভবিষ্যৎ বাঁচানো যায়। এই ঘটনার দ্রুত ও ন্যায়সম্মত সমাধান প্রত্যাশা করছেন এলাকাবাসী।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.