পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামের মৃত শহীদ উদ্দিনের ছেলে ওবায়দুর রহমান (৫২) কে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। নিহত ওবায়দুর বাড়ির পাশেই মালিদহ উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরীর চাকরি করত। ঘটনাটি শুক্রবার জুমার নামাজের সময় ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৫'জনকে আটক করে থানায় নিয়ে আসে। এবিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওবায়দুর ও প্রতিবেশী ছইমদ্দিনের সঙ্গে দীর্ঘদিন থেকে ৩'কাঠা বাড়ির ভিটা জমি জমার বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য ওবায়দুর অ'জু করে মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেলেন। এসময় ছইমদ্দিনের ৩ মেয়ের জামাই ও মেয়েরা মিলে নিহত ওবায়দুরের বাড়িতে প্রবেশ করে প্রথমে মহিলাদের মারপিট করতে থাকে।
আরও পড়ুনঃ মঈনউদ্দীন মহসিনের মৃত্যুতে চট্টগ্রাম নাগরিক ফোরামের গভীর শোক প্রকাশ
ওবায়দুর অসুস্থ থাকায় ভয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। হামলাকারীরা ঘরের দরজা লাথি মেরে ভেঙে ঘরে ঢুকে ওবায়দুরকে এলোপাথাড়ি লাঠি দিয়ে আঘাত করে। তার অবস্থার অবনতি দেখে হামলাকারী ছইমদ্দিনের পরিবারের সবাই ঘটনাস্থল ত্যাগ করেন। গুরতর আহত ওবায়দুরকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করায় পরিবারের লোকজন। কর্তব্যরত চিকিৎসক ওবায়দুরকে মৃত ঘোষণা করেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মইনুল ইসলাম বলেন, উপজেলার মালিদহ গ্রামে জমি জমার জেরে ২'পরিবারের মধ্যে মারামারি হয়। এতে ওবায়দুর রহমান নামে এক ব্যক্তি মারা যায়। ঘটনাস্থল থেকে বিবাদী পক্ষের ৫'জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। নিহতের সুরতহাল রিপোর্ট অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে। আকতার হোসেন বকুল। ০১৭৩৩-১৪১৬৩৯
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.