স্টাফ রিপোর্টার:
আসছে আগামী কুরবানির ঈদকে সামনে রেখে পাঁচবিবি উপজেলার ঐতিহাসিক গরুর হাটে ৩ জুন (মঙ্গলবার)দেখা গেছে উপচে পড়া গরু-ছাগলের ভিড়। হাটে চাহিদার দ্বিগুণ গরু উঠেছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন ও হাট সংশ্লিষ্টরা। তবে, গরুর সরবরাহ বেশি থাকলেও দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ।
হাটে আগত নওগাঁ থেকে এক ব্যবসায়ী বলেন, এবার হাটে ক্রেতার তুলনায় গরু অনেক বেশি। বিক্রি নিয়ে দুশ্চিন্তায় আছি। অন্যদিকে ক্রেতারা বলেন, গরু বেশি থাকলেও দাম অনেক বেশি হাঁকা হচ্ছে। হাটে দাম নিয়ে সমন্বয় নেই।
এছাড়াও কিছু গরুর মালিক দাবি করছেন,দালালীদের কারণে প্রকৃত মূল্য পাচ্ছেন না তারা। অন্যদিকে বিক্রেতারা বলেন,গরুর চাহিদা বেশি থাকাই কেউ সেইভাবে দাম করছেন না এতে করে আমাদের লস হওয়ার হওয়ার সম্ভব না বেশি।সকাল থেকে গরু নিয়ে আসছি কেউ দাম করছে না। আবার ক্রেতারা বলছেন গরুর আমদানি বাজারে থাকলেও দাম অনেকটা বেশি। এইভাবে ক্রেতা বিক্রেতার চলছে পাল্টা পাল্টি অভিযোগ।
এদিকে ছাগলের হাটে বিক্রেতার একই অভিযোগ বিক্রেতাদের দাম পাচ্ছে না তারা যতো টাকা খরচ করেছেন সেই টাকা না পাওয়ায় ক্ষতির আশঙ্কা।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, আজকে পাঁচবিবিতে বৃহত্তর কুরবানির শেষ হাট আর এই হাটে সর্তক অবস্থানে আছে পাঁচবিবি থানা পুলিশ আজকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।যাতে কোন প্রকার অপ্রতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে নজরদারি করা হচ্ছে এবং জাল টাকা হাটে না ছড়িয়ে পড়ে সেদিকে বিশেষ অবস্থানে আছি আমরা।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আজকে পাঁচবিবি উপজেলায় শেষ হাট পরিদর্শন করে বলেন,হাটের পরিবেশ ভালো আছে আমাদের প্রণীসম্পদের পক্ষ থেকে হাটে মেডিকেল টিম কাজ করে যাচ্ছে এবং হাটে আসা সকল ক্রেতা বিক্রেতা সর্বক্ষানিক পরামর্শ দিয়ে যাচ্ছে।
পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ হাট পরিদর্শন করে বলেন, “গরুর সরবরাহ এবার রেকর্ড সংখ্যক। চাহিদার তুলনায় দ্বিগুণ গরু এসেছে। হাটে নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভেজাল ও অসুস্থ গরু ঠেকাতে ভেটেরিনারি টিম কাজ করছে বলেও তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.