পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রুপাপুর গ্রামের বিজয় তিগ্যার ছেলে বৈদ্যনাথ তিগ্যা (৪৪) আদিবাসী যুবক বিষ পানে আত্মহত্যা করেছে। গত (১৭ জুন) মঙ্গলবার বৈদ্যনাথ আত্মহত্যা করেন।
মৃত বৈদ্যনাথের স্ত্রী ববিতা রানী বলেন, ১৫ বছর আগে আমাদের বিয়ে হয়েছে সংসারের এক ছেলে এক মেয়ে আছে। বিয়ের পর থেকেই আমার স্বামী বিভিন্ন ধরনের নেশা করত।
তিনি আরো বলেন, আমাদের ধর্মীয় উৎসব বা অনুষ্ঠানে আগত মেহমানদের মাঝে পচানী বা চোলাই মদ পরিবেশন করা হয় । মেহমানদের মাঝে যে যতো বেশি এসব পরিবেশন করতে পারে তারা মনে করে সমাজে তত বড়লোক।
ববিতা আরো বলেন, বেশকিছু দিন থেকে সারাক্ষণ নেশার উপর থাকত আর বাড়িতে অশান্তির সৃষ্টি করত। ঘটনার দিন আমি দাদার বিয়ে খাওয়ার জন্য বাবার বাড়ি নওগাঁর গোবরচোপায় ছিলাম দুর সংবাদ শুনে এসেছি।
আরও পড়ুনঃ র্যাব পরিচয়ে নগদের প্রতিনিধির কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক ৫
সাবেক স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ জানায়, গত ১৭'ই জুন বিকালে বৈদ্যনাথ জমিতে কীটনাশক প্রয়োগের কথা বলে রতনপুর বাজার থেকে কীটনাশক ক্রয় করে পান করে। তিনি আরো বলেন, বাবার সাথে ঝগড়া বাকবিতন্ডা করে সে বাড়ি থেকে বেরিয়ে যায়।
সেদিন কীটনাশক পানের আগে বৈদ্যনাথ এলাকার মুচিপট্টি থেকে চোয়ানি পান করেছিল। পরবর্তীতে অসুস্থ্য হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
পরে পাঁচবিবি থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.