পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প(২য় পর্যায়, ১ম সংশোধিত) ৩দিন ব্যাপী ইন-হাউজ টিচার্স ট্রেনিং এর ৫ম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৯ জুন) বেলা ১১টায় পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপ পরিচালক মো.জাহাঙ্গীর হোসাইন।
পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়ালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রিনা রানী, প্রশিক্ষক শাহে আলম, মো.ইসরাত হোসাইন উজ্জ্বল, মো.জাহিদুল ইসলাম, আল মামুন, আল মাহমুদসহ প্রশিক্ষকগন এবং পটুয়াখালী জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৫০ জন প্রশিক্ষনার্থীবৃন্দ।
আরও পড়ুনঃ নিজ দেশের কাছে আর কোনো প্রত্যাশা নেই, জাতি হিসেবে আমরা অত্যন্ত বেহায়া এবং নির্লজ্জ : শবনম ফারিয়া
উল্লেখ্য পটুয়াখালী জেলার লতিফ মিউনিসিপ্যাল মাধ্যমিক বিদ্যালয় এবং শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সহ ৩টি ভেন্যুতে একযোগে এ প্রশিক্ষণ চলমান রয়েছে।
প্রশিক্ষক মো.ইসরাত হোসাইন উজ্জ্বল বলেন, স্বল্প সময়ের ৩দিনের প্রশিক্ষণ যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। যাতে করে একজন শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট ক্লাশরুম পরিচালনা করতে পারে এবং বিদ্যালয়ের হিসাব নিকাশ সহ শিক্ষার্থীদের তথ্য ইনপুট দিতে পারেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষা ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা থাকা সত্ত্বেও আমাদের নিজ দায়িত্ব কর্তব্য নিয়ে এগিয়ে যেতে হবে। সেই সাথে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.