চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ্ববর্তী পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহাসিক “হাজী আনোয়ার আলী জামে মসজিদ” সংরক্ষণ ও সংস্কারের দাবিতে আজ ১৫ জুন রবিবার শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ২টায় মসজিদ প্রাঙ্গণের সামনে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়কে পটিয়া ইতিহাস সংরক্ষণ পরিষদের উদ্যোগে স্থানীয় নাগরিক ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি দক্ষিণ চট্টগ্রামের মুসলিম সমাজের ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের একটি অমূল্য নিদর্শন। ১৮ শতকের শুরুতে দানবীর হাজী আনোয়ার আলী কর্তৃক নির্মিত এই মসজিদটি বর্তমানে সড়ক সম্প্রসারণের কারণে ঝুঁকির মুখে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।
পরে একটি প্রতিনিধি দল পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চার দফা দাবিতে মসজিদটি সরকারিভাবে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃতি প্রদান, সংরক্ষণ ও সংস্কার, তথ্যফলক স্থাপন এবং মহাসড়ক সম্প্রসারণ পরিকল্পনায় মসজিদটি অক্ষত রাখার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
আরও পড়ুনঃ পাবনা জেলা আইন শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়া ইতিহাস ঐতিহ্য রক্ষা পরিষদের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক লেখক গবেষক আলহাজ লায়ন মোঃ আবু ছালেহ্ বলেন, “চট্টগ্রামের হুলাইন এলাকার ‘মুসা খা মসজিদ’ ধ্বংস হয়ে যাওয়ার মতো দুঃখজনক ঘটনা যেন পটিয়ায় পুনরাবৃত্তি না হয়। এই মসজিদ রক্ষা শুধু পটিয়ার জন্য নয়, এটি জাতীয় ঐতিহ্য সংরক্ষণের অংশ।” স্থানীয় ইতিহাস সচেতন সচেতন নাগরিকগণ আশাবাদ ব্যক্ত করেন, উপজেলা প্রশাসন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং একটি ঐতিহাসিক স্থাপনাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবে।
মানববন্ধন কর্মসুচী ও স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি, বিশিষ্ট ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দীন, দৈনিক প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, বিশিষ্ট প্রাবন্ধিক নেচার আহমদ খান, মুসলমান ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, আইরিন সোলতানা, মো. ফরহাদ,মো. মিসকাত, তাজুল ইসলাম, মিসবাহ উদ্দিন, হারুনর রশীদ, রবিউল হুসাইন, ইমতিয়াজ, রিয়াদ, সাইফুল্লাহ চৌধুরী, ফারুক আহমেদ রাজু,মোরশেদ আলী, মনছুর আলম, ইকবাল হোসেন, আহমদ মিশকাত প্রমু
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.