নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচরে জমি বিক্রয়ের টাকার ভাগ নিয়ে অন্তঃসত্ত্বা ছোট বোন হালিমা খাতুনকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত দুই নারীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে এর আগে নিহতের বড় ভাইকেও গ্রেফতার করা হয়।
আজ শুক্রবার (১৩ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, র্যাব-৬ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে সাতক্ষীরা জেলার সদর থানার কুকরাইল মোড় এলাকা থেকে মামলার ২ নম্বর আসামি মাকছুদা আক্তার মালা (৩২) এবং ৩ নম্বর আসামি জাহানারা বেগমকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ পদ্মা সেতুতে ট্রাককে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২
এর আগে গ্রেফতার করা হয় মামলার ১ নম্বর আসামি মো. হোসেনকে (৪৯), যিনি নিহত হালিমা খাতুনের আপন বড় ভাই। তিনি ও তার সহযোগীরা মিলে পৈত্রিক জমি বিক্রির টাকা আত্মসাতের জন্য হালিমাকে পরিকল্পিতভাবে বাড়িতে ডেকে আনে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হালিমার কাছ থেকে জোরপূর্বক একটি লিখিত স্ট্যাম্প ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। ব্যর্থ হলে তাকে ইট দিয়ে মাথা, চোখ, নাক ও মুখমণ্ডলে বারবার আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। র্যাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। এই নির্মম ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার এবং স্থানীয়রা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলে র্যাব জানিয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.