মোঃ আরিফুল ইসলাম মুরাদ সিনিয়র সাংবাদিক স্টাফ রিপোটারঃ
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসন্ন নেত্রকোণা জেলা বিএনপি'র দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত কাউন্সিলরবৃন্দ ও প্রিয় নেতৃবৃন্দ,
নেত্রকোনা
দীর্ঘ প্রতীক্ষিত নেত্রকোণা বিএনপি'র সম্মেলনের প্রাক্কালে আমি একজন দায়িত্বশীল কর্মী হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি।
নেত্রকোণা জেলা বিএনপি'র সভাপতি পদে আমি প্রার্থী হয়েছি — কোনো ব্যক্তি স্বার্থে নয়, বরং আমাদের দলের পুনর্গঠন, জনগণের অধিকার পুনরুদ্ধার এবং আগামী দিনের সংগ্রামে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার তাগিদ থেকেই।
আরও পড়ুনঃ কলাপাড়ায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত
আমার কাছে এই পদ কোনো মর্যাদার প্রতীক নয় — এটি একটি দায়িত্ব, একটি দায়বদ্ধতা, একটি আত্মত্যাগের অঙ্গীকার।
আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে ছিল ত্যাগ, সংগ্রাম ও সংকল্পের গল্প।
আমি বারবার নানা ধরনের মিথ্যা মামলা, রাজনৈতিক হামলা ও প্রশাসনিক হয়রানির শিকার হয়েছি — কিন্তু কখনোই পিছিয়ে যাইনি, কখনো দলের আদর্শ থেকে বিচ্যুত হইনি।
দলের প্রতিটি আন্দোলন সংগ্রামের কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এবং সব সময়ই নেতা কর্মীদের পাশে থেকেছি।
প্রিয় নেতৃবৃন্দ,
আমি পেশায় একজন চিকিৎসক। মানুষের জীবন রক্ষা, সেবা আর সহানুভূতিই আমার পেশার মূল ভিত্তি — আর সেই মূল্যবোধ নিয়েই আমি রাজনীতিতে এসেছি।
চিকিৎসক হিসেবে যেমন মানুষের দুঃখ-দুর্দশায় পাশে থেকেছি, তেমনি একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবেও মানুষের অধিকারের প্রশ্নে আপোষহীন থেকেছি।
আমি চাই, শুধু হাসপাতালের সেবাই নয় — পুরো সমাজ, পুরো দেশটাকেই সুস্থ করে তুলতে।
আমি চাই, আমাদের রাজনীতির পথটাও হোক মানবিক, গঠনমূলক ও জনকল্যাণমুখী।
আমি বিশ্বাস করি, একটি সংগঠনের মেরুদণ্ড হলো ঐক্য, আর সেই ঐক্য রক্ষার জন্য দরকার নিঃস্বার্থ নেতৃত্ব।
সততা, শিষ্টাচার, আন্তরিকতা এবং সকলের সঙ্গে সম্মানজনক সম্পর্ক — এই চারটি গুণ আমি সারা জীবন লালন করেছি।
আরও পড়ুনঃ বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রিয় কাউন্সিলরগণ,
আপনাদের একটি ভোট শুধু আমাকে সভাপতি করবে না — এটি হবে আমার ত্যাগের স্বীকৃতি, আমার দীর্ঘদিনের নিষ্ঠা ও দলের প্রতি অকুণ্ঠ ভালোবাসার মূল্যায়ন।
আর যদি আপনারা আমাকে এই দায়িত্বে নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আমি শুধু জেলা সভাপতি হিসেবেই নয়, ভবিষ্যতে নেত্রকোণা সদর-বারহাট্টা (আসন-২) থেকে এমপি নির্বাচনে অংশ নিয়ে আপনাদের একজন সেবক ও সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে জাতীয় সংসদে আপনাদের অধিকার ও আশা-আকাঙ্ক্ষার দৃঢ় প্রতিফলন ঘটাবো।
আমি আপনাদের কাছে কৃতজ্ঞচিত্তে আহ্বান জানাই —
আসুন, আমরা বিভাজন ভুলে গিয়ে একসাথে পথ চলি।
দলের সকল স্তরের নেতাকর্মীদের বলছি — আমার পাশে দাঁড়ান, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন।
কারণ এই পথ শুধু আমার একার নয় — এই পথ আমাদের সবার, এই বিজয় আমাদের সম্মিলিত স্বপ্নের।
আসুন,
আমরা একসাথে এগিয়ে যাই, বিএনপির পতাকাকে উচ্চে তুলে ধরি, নেত্রকোণাকে গড়ে তুলি নতুন শক্তিতে, জনগণের অধিকার ফিরিয়ে আনি, আর আল্লাহর ওপর ভরসা রেখে, আগামীদিনের জন্য ঐক্যবদ্ধ হই।
ডা. মোঃ আনোয়ারুল হক
সভাপতি পদপ্রার্থী
ও আহ্বায়ক
নেত্রকোণা জেলা বিএনপি।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.