জসিনুর রহমান জেলা প্রতিনিধি নীলফামারী:
নীলফামারী-৩( জলঢাকা ) আসনে বিএনপির মনোনয়ন প্রতাশী প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট । তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির- জলঢাকা উপজেলার সাবেক সভাপতি ও সাবেক সফল পৌর মেয়রের দায়িত্ব পালন করেছেন। ইতোমধ্যেই ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট স্থানীয় রাজনীতিতে একজন নিবেদিতপ্রাণ তার নেতৃত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। দলের দুঃসময়ে তিনি নেতা-কর্মীদের পাশে থেকে সাহস দিয়েছেন, সহযোগিতা করেছেন এবং
এলাকার সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই তিনি রাজনীতিকে মানুষের সেবার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। নানা প্রতিকূলতা, নির্যাতন ও অন্যায়ের মুখেও জনগণের অধিকার রক্ষায় তিনি ছিলেন অবিচল ও দৃঢ়প্রতিজ্ঞ। ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট বলেন,“রাজনীতি আমার কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয়, এটি মানুষের সেবার দায়িত্ব। দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে নীলফামারী -৩ জলঢাকা আসনটিকে আমি একটি মাদক ও সন্ত্রাসমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। নীলফামারী-৩ আসনের সাধারণ জনগণের কাছে ফাহমিদ ফায়সাল চৌধুরী কমেট ইতিমধ্যে একজন সৎ, সাহসী ও মানবিক নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেলে তিনি হয়ে উঠতে পারেন নীলফমারী -৩ আসনের জনগণের আস্থার সত্যিকারের প্রতীক।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.