যশোর প্রতিনিধিঃ
যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ষষ্ঠ তলার বারান্দা ধসে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে “বিল্ডিং ফর ফিউচার লিমিটেড”-এর নির্মাণাধীন নয়তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে। ভবনটির জমির মালিক যশোর আদালতের সাবেক জিপি প্রয়াত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বাহাউদ্দীন ইকবাল।
নিহতরা হলেন- কুষ্টিয়ার মজমপুর এলাকার ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), দিনাজপুরের ইঞ্জিনিয়ার আজিজুল ইসলাম (৩৪) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার মহারাজপুর এলাকার শ্রমিক নুরুজ্জামান (৪৫), পিতা মৃত রমজান আলী।
প্রত্যক্ষদর্শী শ্রমিক রমজান আলী, স্থানীয় বাসিন্দা রিজিয়া বেগমসহ কয়েকজন জানান, খড়কি সার্কিট হাউজ পাড়ার ইকবাল মঞ্জিলে নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলায় কাজ চলছিল। হঠাৎ করেই বারান্দার একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়।
আরও পড়ুনঃ স্বৈরাচার সরকার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
এতে দুই ইঞ্জিনিয়ার ও এক শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাকিরুল ইসলাম তিনজনকেই মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যশোর কোতোয়ালি থানার এসআই জাহিদ হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের নির্মাণকাজে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছিল না।
যশোর কোতয়ালী থানার ওসি আবুল হাসনাত খান বলেন, ‘দুর্ঘটনার পরপরই পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে যায়। এ বিষয়ে তদন্ত চলছে। নিহত তিনজনের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.