হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নায়াগ্রা ফলসে আগামী ২৯ থেকে ৩১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৯তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা-ফোবানা সম্মেলন। শাহ নেওয়াজ ও গিয়াস আহমেদের নেতৃত্বে আয়োজিত এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘প্রবাসী নতুন প্রজন্মই হোক আগামী শক্তি’।
গত ১৬ জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ‘নবান্ন পার্টি সেন্টারে’ আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বিশ্ববিখ্যাত নায়াগ্রা ফলসের এক বিলাসবহুল ভেন্যুতে আয়োজিত এই সম্মেলনে থাকবে সেমিনার, সিম্পোজিয়াম, নান্দনিক সাংস্কৃতিক আয়োজন এবং প্রবাসী তরুণদের নিয়ে বিশেষ কর্মসূচি।
ফোবানার একাংশের চেয়ারম্যান মোহাম্মদ শাহ নেওয়াজ বলেন, দলমতের উর্ধ্বে উঠে ফোবানার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের স্বার্থে কাজ করাই আমাদের লক্ষ্য। আমাদের ভুল–বোঝাবুঝির অবসান হয়েছে। গিয়াস আহমেদ বলেন, প্রবাসে স্বপ্ন পূরণের জন্য ঐক্যের বিকল্প নেই।
আরও পড়ুনঃ পেনসিলভানিয়ায় ভোট জালিয়াতির ঘটনায় দুই বাংলাদেশির কারাদণ্ড
এ সময় জানানো হয়, ফোবানার আরও দুটি গ্রুপ (আটলান্টা ও মন্ট্রিয়ল) একই সময়ে সম্মেলনের ঘোষণা দিলেও তাদের সাথে যোগাযোগ ও ঐক্যের আলোচনা চলছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ হোসেন খান,আলী ইমাম, ফাহাদ সোলায়মান, হাসানুজ্জামান হাসান, মইনুল হক চৌধুরী হেলাল, খন্দকার ফরহাদ,
জুবায়ের দারা, সাহাবউদ্দিন সাগরসহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, এবারের সম্মেলনে মূলধারার রাজনীতিকদের অংশগ্রহণ নিশ্চিত করা, নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানো এবং বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাকে অগ্রাধিকার দেয়া হবে।
সম্মেলনে প্রকাশিত হবে একটি বিশেষ স্মরণিকা। থাকবে বিজনেস লাঞ্চ, অভিজ্ঞতা বিনিময়, সাহিত্য-সংস্কৃতি বিষয়ক আলাপ, এবং তরুণ প্রজন্মের জন্য বিশেষ আয়োজন। আয়োজকরা আশা করছেন, এবারের ফোবানা হবে প্রবাসীদের ঐক্যের এক নতুন দৃষ্টান্ত।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস অব নর্থ আমেরিকা-ফোবানা ১৯৮৭ সালে যাত্রা শুরু করে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.