এম বাদল খন্দকার ( বিশেষ প্রতিনিধি)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশকে আক্রমন করে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলার আসামি ইউপি সদস্য মাসুক মিয়া হাতকড়া নিয়ে পালিয়ে গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপূরে এই ঘটনা ঘটে। পুলিশ আসামী মাসুক মিয়া পালিয়ে যাওয়ার কথা স্বীকার করলেও হাতকড়া নেয়ার বিষয়টি অস্বীকার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নাসিরনগর থানার এস.আই কামাল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল গোকর্ণ ইউনিয়ন পরিষদের সদস্য মাসুক মিয়াকে গ্রেপ্তার করতে তার নুরপুর গ্রামের বাড়িতে অভিযান চালায়। পুলিশ তাকে আটকের পরপরই মাসুকের স্বজনরা পুলিশকে ঘিরে ফেলে এবং পুলিশের উপর আক্রমন করে।
আরও পড়ুনঃ গফরগাঁও মদের ডিপোতে মোবাইল কোট পরিচালিত
একপর্যায়ে মাসুক মিয়া পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যায়। এসময় স্বজনদের হামলায় এসআই কামালসহ তিন পুলিশ সদস্য আহত হন। আহত মিজানুর রহমান (৩৬) ও ইমরুল কায়েসকে (২৯) নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পুলিশ জানায়, মাসুক মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজি মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাচেষ্টা মামলাও রয়েছে। ওই মামলায় তিনি ৯৭ নম্বর আসামি।
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আসামিকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা হয়। এতে কয়েকজন সদস্য আহত হয়েছেন। আসামী পালিয়ে যায়, তবে হাতকড়া নেয়নি।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়া
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম
উপ সম্পাদকঃ এম, আসমত আলী মিসু
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং-৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.