এম বাদল খন্দকার( বিশেষ প্রতিনিধি)ঃ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এক দম্পতি একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়ে খুশি হয়েও আছেন দুশ্চিন্তায়। দিনমজুর অলি মিয়ার স্ত্রী হাছেনা বেগম (৩২) এক সঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দেন। একদিকে সন্তান জন্মের আনন্দ, অন্যদিকে ভরণ পোষণের চিন্তায় দুশ্চিন্তায় দিন কাটছে দিনমজুর স্বামী অলি মিয়ার।
গত রবিবার (২৯ জুন) রাতে পাশ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব শহরের হলিটাচ মেডিকেল কেয়ার অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে তিন সন্তানের জন্ম দেন হাছেনা। তিন ছেলে সন্তান জন্মের বিষয়টি বুধবার (০২ জুলাই) নাসিরনগরের জানাজানি হয়। অলি মিয়া নাসিরনগর উপজেলার গোয়ালনগর গ্রামের বাসিন্দা।
অলি মিয়া পেশায় দিনমজুর। আগে থেকেই তাদের সংসারে রয়েছে তিন ছেলে সন্তান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৯ জুন বিকাল সাড়ে ৩টায় প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন হাছেনা। পরীক্ষা-নিরীক্ষার পর গর্ভে তিন সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হন চিকিৎসকরা। পরে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় তিন ছেলের।
আরও পড়ুনঃ মাজার শরীফগুলোতে যাওয়া ও সম্মানের বিশেষ কারণ
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল আলম জানান, এটি তাদের হাসপাতালে প্রথম একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ার ঘটনা। এমন ব্যতিক্রমী ঘটনায় হাসপাতালের পক্ষ থেকেও পরিবারের প্রতি সহযোগিতা করা হচ্ছে।
হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. শফিকুল ইসলাম জানান, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মা ও তিন নবজাতককে সুস্থ অবস্থায় প্রসব করানো হয়েছে।
তিন নবজাতকের বাবা অলি মিয়া বলেন, একসঙ্গে তিন সন্তান পেয়ে খুবই খুশি। কিন্তু দিনমজুরি করে আগের সন্তানদেরই ঠিকমতো খরচ চালাতে পারি না। এখন নতুন করে তিন সন্তানের খরচ নিয়ে দুশ্চিন্তায় আছি।
হাছেনার শাশুড়ি আওলিয়া বেগম বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার ছেলের ঘরে একসঙ্গে তিন নাতি এসেছে। আমরা খুবই খুশি। চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ। তবে আমার ছেলে অন্যের কাজ করে সংসার চালায়, এখন তার উপর চাপ আরও বাড়বে।
প্রধান উপদেষ্টা : ফরহাদ মাজহার
প্রকাশক ও সম্পাদক : মোঃ আবুল হাসেম
সহকারী সম্পাদক : মোঃ ছাব্বির হোসেন
সহ সম্পাদক : মোঃ গোলাম কিবরিয়া
নির্বাহী সম্পাদক : মেছবাহ উদ্দিন (01884-553490, 01911-206989)
বার্তা সম্পাদক : মোঃ বদিয়ার মুন্সী
মফাস্বল সম্পাদক: মাহবুবুর রহমান।
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ ৩৬০/১,২তলা ভিটিবির নিকটে,
ডি আইটি রোড রামপুরা ঢাকা।
মোবাইলঃ01736-091515, 01716-698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2026 Dainik Banglar Sangbad. All rights reserved.