মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয়ে এক নারীর আপত্তিকর ভিডিও এবং ছবি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে হাসান খন্দকার (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার ভোর রাতে উপজেলার ডাক্তারখানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে দুপুরের দিকে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে শিবালয় থানায় একটি চাঁদাবাজি মামলা করেছেন।
গ্রেফতারকৃত হাসান উপজেলার নিহালপুর এলাকার মৃত এয়ার আলী খন্দকারের ছেলে।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, ওই নারীর ফেসবুক আইডির মেসেঞ্জারে হাসান খন্দকার তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ সময় সে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।
তার কথা না শুনলে ফেসবুকসহ বিভিন্ন প্রচারমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেবে বলে নিয়মিত হুমকি দিতে থাকে। ভুক্তভোগী টাকা দিতে রাজি না হওয়ায় ১৯ মে ওই নারীর বাড়ি গিয়ে ঘরের দরজা ও জানালা ভাঙচুর করে আবারও হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে বিষয়টি ভুক্তভোগী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
নাম প্রকাশ না করার শর্তে হাসানের কয়েকজন প্রতিবেশী জানান, সে নিয়মিত মাদক সেবন করত। মাতাল হয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে খারাপ ব্যবহার করত। ব্যাংক থেকে কয়েক কোটি টাকা লোন নিয়ে তা পরিশোধ না করতে পারায় চেক ডিজঅনারের ৭-৮টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। আবার এলাকায় সম্মানী লোকদের সামাজিক যোগাযোগমাধ্যমে আবোল-তাবোল স্ট্যাটাস দিয়ে সম্মানহানি করত। আমরা হাসানের শাস্তি চাই বলেও এলাকাবাসী দাবি করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন চক্রবর্তী জানান, হাসান খন্দকারের বিরুদ্ধে তার আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা দাবি করেছে- এমন একটি লিখিত অভিযোগ দায়ের করেন এক নারী। পরে তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা মিলে। সোমবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের ডাক্তারখানা এলাকা থেকে হাসানকে গ্রেফতার করা হয়। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করে। হাসানকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া কোর্ট থেকে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল তার নামে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, আসামি হাসান খন্দকারকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.