এম. শফিক মাহমুদ সোহান নলছিটি ঝালকাঠী প্রতিনিধি।।
নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের উওর জুরকাঠি গ্রামের, রশিদ মাস্টারের বাড়ির পোল হইতে আজিজিয়া দাখিল মাদ্রাসা পর্যন্ত রাস্তার বেহাল দশা দেখার কেউ নেই। এই রাস্তা দিয়ে প্রতিদিন কোমলমতি শিশু ছাত্র-ছাত্রী এবং মাদ্রাসার শিক্ষকরা চলাচল করে কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে একটু পানি বেড়ে গেলেই মানুষের চলাচলের জন্য অনুপযোগী হয়ে দাঁড়ায় এই রাস্তটি। নির্বাচন এলে চেয়ারম্যান-মেম্বাররা প্রতিস্রুতি দিয়ে যায় যে এবার আমাকে নির্বাচিত করলে আপনাদের রাস্তা সবার আগে করে দিব বলে চলে যায় কিন্তু আজও কোন খবর নেই। এলাকার ভুক্তভোগীদের কাছে জানতে চাইলে তারা বলেন দীর্ঘ ১৮ বছর ধরে এককালীন ক্ষমতায় থাকে সাবেক ইউপি সদস্য (হেমায়েত হোসেন ফজলু) এই দীর্ঘ দিন ক্ষমতায় থাকার ভিতরে তার কোন উন্নয়নের ছোঁয়ায় এই রাস্তায় একফোঁটাও মাটি পরেনি, বর্তমান নবাগত ইউপি সদস্য (সাইফুল ইসলাম আকন) কয়েক মাস আগে দ্বিতীয় ধাপের কর্মসুজন কর্মসূচির কাজ থেকে সপ্তাহ খানিক নাম মাত্র বর্ষার মৌসুমে পানি ভিতর থেকে মাটি তুলে ছিটিয়ে ছাটিয়ে দিয়েছে, কিন্তু সে মাটি কোন কাজে আসেনি বর্ষার ভরা মৌসুমে রাস্তার উপর দিয়ে পানি অতিবাহিত হলে সে রাস্তা আবার সাবেকে দাঁড়ায়, তাতে এলাকাবাসীর জলবায়ুর কোন পরিবর্তন ঘটেনি, আমরা এলাকাবাসী একত্রিত হয়ে অনেক আগে নিজেরা মাটি দিয়ে চলাচলের ব্যবস্থা করছিলাম তাই দিয়ে কোন রকম লুঙ্গি কোমরে বেঁধে চলাচল করি। বর্ষার মৌসুমে এই রাস্তা দিয়ে আমাদের বাচ্চারা স্কুল কলেজে আসা যাওয়া করে কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে রাস্তা পানিতে প্লাবিত হয়ে যায় বাচ্চারা স্কুলে যেতে পারে না খাদা খন্দে পড়ে হোচট খেয়ে পড়ে গিয়ে বই খাতা ভিজে নষ্ট করে ফেলে, এবং সাপ জোক দেখেও ভয়ে চিৎকার পাড়ে শিশুরা। তাই আমরা মেম্বরের কাছে জানতে চাইলে সে বলে বর্তমানে আমাদের কাছে কোন কাজের বরাদ্দ নেই, কাজের বরাদ্দ আসলে বিষয়টি দেখবো, কিন্তু গ্রামবাসী বলে এই রকম দেখার প্রতিশ্রুতি দিয়ে আর দেখেনা। তাই এখন আমরা ৯নং দপদপিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহদয় ও নলছিটি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সহ সকল কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি যাতে এই রাস্তার দিকে একটু নেক নজর দেন আর আমরা যেন এই ভোগান্তি থেকে মুক্তি পাই।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.