এম. শফিক মাহমুদ সোহান, নলছিটি ( ঝালকাঠী ) প্রতিনিধি।।
ঝালকাঠির নলছিটিতে জেলেদের মাঝে ছাগল বিতরনে অনিয়মের অভিযোগ পেয়ে তাৎক্ষনিক অবস্থায় বিতরণ স্থগিত করেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:সালাউদ্দিন খান সেলিম। ৭ জুলাই রবিবার ২০ জন হতদরিদ্র জেলের মধ্যে ৪০ টি ছাগল বিতরনের জন্য ঠিকাদারের মাধ্যমে ক্রয় করে আনেন উপজেলা মৎস্য বিভাগ।
সরবরাহকৃত ছাগলের মধ্যে কিছু বড় আকারের ছাগল থাকলেও বেশ কিছু ছাগল আকারে খুবই ছোট থাকায় বিষয়টি উপজেলা পরিষদ চেয়ারম্যানের নজরে পরলে তিনি তাৎক্ষনিক অবস্থায় ছাগল বিতরণ অনিয়মের অভিযোগে তা বিতরন কার্যক্রম স্থগিত করে দেন। সরকারি নিয়ম মোতাবেক ছাগল সরবরাহের নির্দেশনা দেন। এতে ছাগল না নিয়েই ফেরত যান জেলেরা। এ বিষয়ে নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন খান সেলিম বলেন, উপজেলার কোনো দপ্তরের অনিয়ম দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতি অনুসরণ করেই উপজেলার সকল দপ্তরের সেবা নিশ্চিতে আমি কাজ করে যাবো ইনশাল্লাহ। আমাদের প্রতিবেদক এ অনিয়মের বিষয়ে উপজেলা মৎস কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রী কাছে জানতে চাইলে তিনি বলেন ঠিকাদারি প্রতিষ্ঠান ছাগল সরবরাহ করেছেন। বিধি মোতাবেক প্রতি দুইটি ছাগলের ওজন চৌদ্দ কেজি থাকার কথা। এখানে কিছু ছাগলের ওজন দশ কেজির উপরেও আছে তবে আট কেজির নিচে নেই। ছাগল গুলো ফেরত পাঠানো হয়েছে ঠিকাদারকে সমান আকারের সঠিক ওজনের ছাগল সরবরাহ করাতে বলেছি। ফের ছাগল সরবরাহ করে তা খুব শিঘ্রই বিতরন করা হবে।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.