এম. শফিক মাহমুদ সোহান নলছিটি।।
ঝলকাঠির নলছিটিতে বিদ্যুৎ বিভাগের অনিয়ম দুর্নিতীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার ২৯ জুন সকালে নলছিটির ফেরিঘাট সড়কে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির বিদ্যুৎ অফিসের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন
নলছিটি উপজেলা বিদ্যুৎ বিভাগের দুর্নীতি ও অনিয়মে অতিষ্ঠ জনতা।অবিলম্বে দুর্নীতিবাজ প্রকৌশলী কিশোর কুমার ঢাকইদারের অপসারণ, বরখাস্ত করা সহ বেশ কয়েকটি দাবি তুলে ধরেন। বক্তারা বলেন, অতিরিক্ত অর্থ ছাড়া মেলে না কোন বিদ্যুৎ সংযোগ।আবাদি জমি ও বাড়িঘরের উপর দিয়ে যাওয়া ১১০০০ ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের কারনে প্রায়াশই দুর্ঘটনা ঘটছে,যার ফলে যেকোনো সময় প্রানহানী ঘটনার আশংকা রয়েছে। এ বিষয়ে বৈদ্যুতিক তার সরিয়ে রাস্তার পাশে নিতে তাদেরকে লিখিতভাবে আবেদন করা হলেও উলটো তারা ভোক্তাকে সকল খরচ বহন করতে হবে মর্মে চিঠি লিখেছেন যা প্রায় দুই লাখ টাকার মতো ব্যয় হবে।অথচ যুগ যুগ ধরে এই তারের ফলে আবাদি জমি এবং বাড়িঘর ঝুঁকির মধ্যে অকার্যকর হয়ে পরেছে।দ্রুতই সরকারি খরচে এর সমাধান করার দাবি জানান। এছাড়াও বৈদ্যুতিক খুটি স্থাপন,নতুন সংযোগ দেয়া সহ যেকোনো সেবা নিতে গেলেই গ্রাহকদের অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে বিধায় এর দ্রুত প্রতিকারের দাবি জানান। বক্তারা আরও বলেন, দুর্নিতীবাজ এ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে। নলছিটি বিদ্যুৎ অফিসের প্রকৌশলী কিশোর কুমার ঢাকইদার নানা অনিয়ম দুর্নিতীর মাধ্যমে নলছিটির মানুষকে অতিষ্ঠ করে ফেলেছেন।প্রতিটি বৈদ্যুতিক খুটি স্থাপনের জন্য তিনি অতিরিক্ত অর্থ দাবি করেন, বিদ্যুৎ সংযোগ দিতেও অতিরিক্ত অর্থ না পেলে নানাভাবে হয়রানি করেন। অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েও অর্থ আদায় করছেন।এ ঘুষখোর কিশোর কুমারের বরখাস্তে করতে হবে। শতাধিক লোকের অংশগ্রহনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজকর্মী বালী তুর্য, মেহেদী হাসান,রাকিব হাসান, ব্যবসায়ী নয়ন খান, রুবেল হোসেন প্রমূখ।
মানববন্ধন শেষে বিদ্যুৎ অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নলছিটি পুরাতন পুলিশ ফারি পর্যন্ত এসে শেষ হয়।
প্রধান উপদেষ্টাঃ ফরহাদ মাজহার
উপদেষ্টাঃ এস,এম নজরুল ইসলাম ভুইয়ামোঃ আমিনুল ইসলাম,
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আবুল হাসেম,
সহঃসম্পাদকঃ আলী নওয়াব খোকন,
বার্তা সম্পাদকঃ ইয়াছিন আরাফাত,
সহকারী বার্তা সম্পাদকঃ এম, আসমত আলী মিসু,
সাহিত্য বিষয়ক সম্পাদকঃ আসাদুজ্জামান খান মুকুল,
www.dainikbanglarsangbad.com
ইমেইলঃ dainikbanglarsangbad490@gmail.com
প্রধান কার্যলয়ঃ বাড়ি নং ৩৫, রোড নং ৪, বনশ্রী, রামপুরা, ঢাকা।
মোবাইলঃ01736091515, 01716698621
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright © 2025 dainikbanglarsangbad.com. All rights reserved.